পিতা - মাতার অধিকার
ওহে আল্লাহ! তোমার রহমত ভরে থাকুক প্রাণে,
আম্মা বাবা, তোমার হক হোক চিরন্তন মানে।
মা’ফা বলি মা’কে, কষ্টে ভরা চোখে দোয়া,
বাবার বরকত ছাড়া নেই পথ, জানো প্রিয় রাব্বা।
ফিরদৌসের দোয়া’র দিশা তাদের জন্য খোলা,
আমার জীবন হোক তাদের ইহসান রক্ষা করা।
নম্রতা ভরা বাণী, শ্রদ্ধার স্পর্শ হৃদয়ে,
বৃদ্ধা মা, ক্লান্ত বাবা, দয়া করো চিরন্তন পথে।
হুমায়ুন রাহিম! দোয়া করি প্রতিদিন,
পিতা-মাতার জন্য হোক জীবন অমলিন।
আল্লাহু আকবার! দোয়া করি প্রতিদিন,
রব্বি আরহাম হুমা জপে হোক প্রাণের বিন্দু বিন্দু।
উর্দু নামাজ, ফারসি দোস্তি, আরবি জিকিরের আলো,
পিতা-মাতার সম্মান হোক আমার জীবনময় আলো।
কোরআনের আলো, আয়াতের রাহনুমা,
পিতা-মাতার হক পূরণে হোক চিরন্তন অনুসরণ।
বৃদ্ধাবস্থায় যত্ন, শ্রদ্ধা, দয়া প্রদর্শন,
নম্রতা ও কৃতজ্ঞতা হোক জীবনজুড়ে ইহসানের প্রাণ।
আল্লাহু আকবার! দোয়া করি প্রতিদিন,
রব্বি আরহাম হুমা জপে হোক প্রাণের বিন্দু বিন্দু।
উর্দু নামাজ, ফারসি দোস্তি, আরবি জিকিরের আলো,
পিতা-মাতার সম্মান হোক আমার জীবনময় আলো।
-------------------------------------------------
No comments:
Post a Comment