বিপ্লবী জনতা
জাগো হে জনতা! হে সাহসী আওয়াম!
তোমার রুহে আগুন, তোমার মুখে সালাম!
ভেঙে দাও জুলুমের মসনদখানা,
হক দাবি কর, তোল আওয়াজ—“লা ইলাহা ইল্লাল্লাহ!”
এই জমিনে আর নয় বেগুনাহ রক্তধারা,
তোমার বুকেই বাজুক সত্যের তাজা নারা।
হে মুজাহিদ, হে মুক্ত প্রাণ,
তুমি উম্মতের গৌরব, জাতির ইমান!
রুখে দাও ফ্যাসাদ, রুখে দাও বেদিল শাসন,
জালিমের সিংহাসন কর ছাই সমান।
তুমি তো কওমের ফজল, তুমি আল্লাহর নূর,
তোমার কণ্ঠে উঠুক বজ্রের সুর!
হক-এর সৈনিক, কর শপথ নতুন,
মিথ্যার গর্দান কেটে দাও শত শত গুন।
তোমার নামেই জাগে শাহাদতের আলো,
তোমার পথে হাঁটে নবীর ভালো।
ভয় করো না! তোমার সাথে রাব্বুল আলামিন,
তুমি তো শহীদের রক্তে গড়া যামিন।
তোমার হাতে লিখিত ইতিহাস নতুন,
তুমি বিপ্লবী, তুমি জাতির মজনুন!
তুলি কণ্ঠ, তুলি হাত, তুলি শপথ একসাথে—
সত্যের ইনসাফে, জালিমের বিরুদ্ধে!
গর্জে উঠ হে জনতা, হে আল্লাহর বান্দা,
বলো—
জিন্দাবাদ! হক-এর জিন্দাবাদ!
জালিমের মসনদ—নাউজুবিল্লাহ!
------------------------------------------------
No comments:
Post a Comment