Wednesday, October 15, 2025

রাজনীতির মুনাফিক

 রাজনীতির মুনাফিক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************

রাজনীতির মুনাফিক, হাসি মুখোশে বিষ।
দু’মুখী ভঙ্গিতে দেশের চেতনা বিকৃত।
মুক্তিযুদ্ধের সপক্ষে নয়, ইতিহাস বিকৃত।
যোগ্যদের নিপীড়ন, প্রতিভার পথ বন্ধ।

সিন্ডিকেটের আঁধারে খেলে ক্ষমতার লোভ।
প্রচারণা, প্রলোভন দিয়ে জনগণকে বিভ্রান্ত।
ভীতি ছড়ায়, মানুষকে দমন করে লুট।
মিডিয়া নিয়ন্ত্রণে সত্যকে বিকৃত করে।

অর্থ, প্রকল্প, তহবিল — সবই লুট।
প্রক্সি নেটওয়ার্ক, জাল রিপোর্টে ঢেকে।
বিশ্বাসঘাতকতা ছুরি, বন্ধুত্বও ফাঁদ।
বাহিরে ভ্রাতৃত্ব, ভিতরে লোভের আঁধার।

প্রিভিলেজ বিক্রি করে, স্বার্থে ধ্বংস সৃষ্টি।
ভবিষ্যতের দায়বোধ নেই, লোভের তৃষ্ণা।
সত্য-মিথ্যার মিশ্রণে জনমত নিয়ন্ত্রণ করে।
সিন্ডিকেট, ভ্রান্তি, বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে।

মুক্তিযুদ্ধ চেতনা অমল, দেশপ্রেম জ্বলে।
জনগণ জেগেছে, শোষণ আর হবে না।
মুনাফিকের ছলনা ফেটে যাবে একদিন।
সত্যের আলো অন্ধকারকে বিজয়ী করবে।

--------------------------------------------------

No comments:

Post a Comment