Tuesday, October 28, 2025

হে প্রিয় হাজরকারী

 হে প্রিয় হাজরকারী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

হে প্রিয় হাজরকারী, পদচারণা শুনি তুমি,
কাপাসিয়ার অলি-গলিতে শোকের ছায়া ঘেরা;
হাফিজুল হক চৌধুরী, মানবিকতার দীপ্তি,
মৃতের প্রতি শ্রদ্ধা, নামাজ-দোয়া পূর্ণ করে।

লিখিনু কি নাম আমার অন্তর বিফল যতনে
কবরের ধারে,রে কাল, মৃতের তীরে?
দোয়া-সওয়াবের ঢেউ, ফেন-চূড়ে আসে কি রে ফিরে,
মুছিতে তুচ্ছেতে ত্বরা এ আমার প্রার্থনায়?

অথবা খোদিনু তারে কোরআনের আলোয় শিরে,
নবীর হাদিস যন্ত্রে কাটি অক্ষর সুক্ষণে;
“যে জানাজার জন্য উপস্থিত হয়, তার জন্য সওয়াব,”
ধৈর্য, সহানুভূতি, সদকা নীরে মিলনে।

শহর-গ্রামের অলি-গলিতে, শত-কাঁটায় ঘেরা কবর,
হাফিজুল হকের পদচারণা যেন আলোকশিখা;
মানবিক মহানায়ক, কোরআন-শিক্ষা, হাদিস-শ্রদ্ধায়,
মৃতের প্রতি মানবিকতা চিরন্তনভাবে বিরাজা।

শূন্য-জল, জল-পথে স্মরণে জনরে;
সদকা, দোয়া, ধৈর্য, সহমর্মিতা—হৃদয়ে নিবাসে;
ফরজ কিফায়া জানাজায় অংশগ্রহণে যেন সুযশে,
কোরআন-পথে প্রাণ মর্ত্যে বাস করে; আকাশে আলো মিশে।

কফিনের ধ্বনি শোনে অলি-গলির নিরবতা,
হাফিজুল হকের চোখে ভাসে মৃতের প্রতি ভক্তি;
প্রার্থনার ঢেউ আছড়ে পড়ে কবরের তলে,
সদকা ও দোয়া ভরে সমাজের অন্তরাল।

ধৈর্য ও সহমর্মিতা শিখায় হাদিসের সুরে,
“মৃতের জন্য যা ভালো করা হয়, তা সদকা।”
কোরআনের নির্দেশে, নৈতিকতা ও মানবিক দৃষ্টিতে,
জানাজায় অংশগ্রহণ চিরন্তন শিক্ষা হয়ে যায়।

অলি-গলির অন্ধকারে, অমল হৃদয়ে হাফিজুল হক চৌধুরী,
মৃতের জন্য প্রার্থনা, সামাজিক সংহতি প্রদর্শন করে;
স্মরণ ও প্রার্থনার দীপ্তিতে সমাজে আলো ছড়ায়,
কোরআন ও হাদিসের শিক্ষায় জীবন অনন্তকাল রূপায়।

হে প্রিয় হাজরকারী, পদচারণা শুনি তুমি,
জীবনের অস্থায়িত্বে দোয়া ও নামাজের দীপ্তি।
মৃতের প্রতি শ্রদ্ধা, মানবিকতা, সহমর্মিতা,
হাফিজুল হকের পথে চিরকাল প্রজ্বলিত হয় সত্যি।
---------------------------------------------------------


২৮-১০-২০২৫

No comments:

Post a Comment