স্টাফ রিপোর্টার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************************
নাম: শেখ সফিউদ্দিন আহম্মদ জিন্নাহ্
পিতা: শেখ তমিজ উদ্দিন আহ্মদ খোকা (গাজীপুরের প্রবীণ সাংবাদিক)
গ্রাম: তরগাঁও (বর্তমানে সাফাইশ্রী), কাপাসিয়া, গাজীপুর
শিক্ষা:
এসএসসি: ১৯৯৬, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
এইচএসসি ও বিএসসি: টঙ্গী সরকারি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়
মাস্টার্স: রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়
পেশা: সাংবাদিকতা
স্টাফ রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন
নিউজ ২৪ টিভি
অতিরিক্ত দায়িত্ব ও সম্মাননা:
ভারপ্রাপ্ত সম্পাদক, কাপাসিয়ার একমাত্র পত্রিকা শীতলক্ষ্যা
সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম
সাবেক সহ-সম্পাদক, গাজীপুর প্রেসক্লাব
সাংবাদিকতায় কয়েকটি দেশ সফর ও বিদেশে বিশেষ সম্মাননা
******************************************************
স্টাফ রিপোর্টার ভাব
---------------------------------------
কলমের ধারায়, সত্যের খোঁজে দৌড়াই সে,
পত্রিকার পাতা সে জাগ্রত রাখে দিনের পর দিন।
গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে,
কোথাও দমকে না, কোথাও থমকে না।
শহর রাস্তায়, গ্রামের মাঠে,
সত্যের খোঁজে পা রাখে, চোখে মেলে গল্পের জ্যোতি।
সংবাদপত্রের পাতায় জীবনের ছবি আঁকে,
প্রকাশ করে নিঃশব্দ মানুষের আশা, দুঃখ, ব্যথা।
রাতের অন্ধকারেও, তিনি রেখেছেন দ্যুতি,
কলমের মাধুর্যে, সত্যের আলো ছড়ায় অনাবিল।
সাংবাদিকতার ধারা যেন নদীর মতো বয়ে চলে,
প্রতিটি খবর, প্রতিটি শব্দ হয়ে ওঠে জনগণের ধ্বনি।
স্টাফ রিপোর্টার, শুধু পেশা নয়,
এটি হলো আহ্বান, এটি হলো জীবনদর্শন।
কলম হাতে সত্যকে জাগিয়ে রাখতে চায়,
প্রতিটি লেখা যেন জীবনের প্রতিচ্ছবি হয়ে ওঠে।
-----------------------------------------------
২৭-১০-২০২৫
No comments:
Post a Comment