Wednesday, October 22, 2025

গ্রাম্য মাতব্বর

 গ্রাম্য মাতব্বর

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

---------------------------------------------

গ্রামের মাঠে মাতব্বর উড়ায় লাল পতাকা,
চোখরাঙানি, কুটনীতি—খেলে চলে অমঙ্গলকারা।

মিথ্যা অভিযোগে দগ্ধ হয় নিরীহ পাড়া,
নিরপরাধ মুখে ভয়, হৃদয়ে অশ্রুর ধারা।

দারিদ্র্যের বাতাস ঘুরে আসে ঘরে ঘরে,
অপবাদ ছড়ায় কালো ছায়া, ধ্বংস করে শান্তির ভরে।

হিংসার আগুন পোড়ায় বন্ধুত্বের সেতু,
প্রতিহিংসার ছায়ায় জমে অন্ধকার, দগ্ধ হয় সবেতু।

কৃষক, শ্রমিক, ক্ষুদ্র পরিবার,
মাতব্বরের ছলাচলে নিভে আশা, ভাঙে স্বপ্নঘর।

অপমানিত মর্যাদা, ক্ষয় হয় আত্মবিশ্বাস,
নিরীহ প্রাণ পুড়ে ছাই, ফাঁকা থাকে আকাশ।

মহিলা ও শিশু, স্বপ্নময়, নিরপরাধ,
প্রায়ই পড়ে হেনস্থার খাতে, রক্ষা নেই কোনো হাত।

হয়রানি, দমননীতি, প্রতারণা, স্বার্থপরতা,
গ্রামে মানুষের জীবন ভেসে যায় ধ্বংসের নদীপথে।

দলীয় স্বার্থ, পিতৃতান্ত্রিক অহংকার,
ন্যায়ের আলো ম্লান করে, আশা নষ্ট করে বারবার।

আজিকার মাতব্বর? সে কখনও নিরপেক্ষ নয়,
লোভ, পক্ষপাত, আত্মকেন্দ্রিকতা—মানুষকে দেয় নয়।

মিথ্যা প্রতিশ্রুতি, ফাঁকি, অপদস্তকরণ,
নিরীহ জীবনে জমে থাকে ছলাচাতুরি, খোরাকরণ।

সংকট, ভীরু গ্রামবাসী গুরু গর্জায়,
পশ্চাৎ-পথে সন্দেহ জাগে—কোন দিকে যাবে জাতি আজায়?

কাণ্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি ন্যায়-মাঝ?
অবিচার, হানাহানি, লোভ—মাতব্বর টেনে নেয় শাসনের মহাভার-মাঝ।

ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে অভিমান,
নিরীহ আশা থাকে শুধু ধ্বংসের তলে-মান।

চোখরাঙানি, অহঙ্কার, কুটনীতি, প্রতারণা,
ক্ষমতার লোভ—মানুষ হয় সরঞ্জাম, শুধু ধ্বংসনা।

ফাঁসির মঞ্চে দাঁড়ায় যারা জীবন দিয়েছে প্রমাণে,
অলক্ষ্যে দাঁড়ায় সাধারণ—কেউ দেয় না বলিদান-প্রমাণে।

হে মাতব্বর! দেখো, নদী ভরেছে রক্তে,
শিশু, নারী, মানুষ—তোমার লোভে পুড়ে ফেটে।

মিথ্যা মামলা, হয়রানি, দমননীতি, অপবাদ,
গ্রামের জন নীরব, হৃদয়ে জ্বলে বিদ্রোহের আগুন-বাদ।

অসহায় জাতি ডুবিয়া মরিছে, জানে না কোন তরণ,
কাণ্ডারী! দেখো আজ, মাতৃমুক্তি হোক না তরণ।

হিন্দু বা মুসলিম? জিজ্ঞাসে না কোন জন,
কাণ্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার-জন।

কিন্তু গভীরে, ঘরে-বাড়িতে চুপচাপ জ্বলে,
বিদ্রোহের আলো—দিন আসবে, সত্যের ঝড় বয়ে যাবে ঢলে।

-------------------------------------------------------------

No comments:

Post a Comment