Tuesday, October 28, 2025

মুত্তাকি

 মুত্তাকি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
****************************************************

শুনি গুন গুন ধ্বনি তোর এ করব্যে কাননে,
হৃদয়ে আল্লাহভীতি জাগে, পাপের পথে সরে যানে;
যিনি সতর্ক, দ্বিধাহীন, দুনিয়ার আবেশে নাহি ভ্রান্ত,
মুক্তাকি—অটল, আলোকিত পথ ধরে, চিরদিন অনন্যায় প্রান্ত।

হায় দুনিয়ার মানুষ! বৃথা লোভে হারায় মন-মণি,
সোনা-রুপার মায়া ছাপিয়ে যায় সত্যের অমলস্ফুরণ;
কিন্তু মুক্তাকি রাখে সততা, নির্ভীকতা হৃদয়ে,
ভালো ও খারাপের বিচার করে, আল্লাহর আদেশে শৃঙ্খলিত।


নহি সে বিষময়ী, নয় সে ধূর্ত কৌশলী,
ধৈর্য, সংযম, সতর্কতা—তব অস্ত্র ও শক্তি;
পাপ-চাক্রী বা দুনিয়ার চাপ তাকে কষে না,
মুক্তাকি চির সতর্ক, আলোর পথে অটল, অনন্তে স্থির।


মোমের ভাণ্ডারে গোপন মধুর মতো, ইবাদত তার নীরব,
প্রত্যেক কাজ, প্রত্যেক দান আলোকিত তার অন্তরে;
পরের প্রতি দয়া, অসহায়ের পাশে সহানুভূতি,
পাপ থেকে বিরত, আলোর পথে হাঁটে—হে মুক্তাকি, চিরসুখের দিশারী।

অহংকার-অপব্যয় তুচ্ছ, ধৈর্য ও সংযম সর্বদা সঙ্গী,
ভীত হই আল্লাহর প্রতি, সদাচরণে পূর্ণ অন্তরদৃষ্টি;
গৃহে, পথে, সমাজে—সতর্কতা ও নৈতিকতা সর্বত্র,
মুক্তাকি হোক আলোর পথে, জীবন হোক দীপ্তিমান, চিরন্তন।

সকল ইবাদত ও কর্মে সততা, পরিশ্রম ও ধৈর্য মিলিয়ে,
মুক্তাকি হয়ে ওঠে দুনিয়ায় দীপ্তিমান, সকলের প্রিয় বান্দা;
হৃদয়ের নীরবতা, আত্মার আলো, নৈতিকতার দ্যুতি—অমল অমর,
সৎ পথে চলা, সদাচরণে পূর্ণ—আল্লাহর প্রিয় বান্দা, হে মুক্তাকি।

ফুল-বনে, পাথরে, শহরে, সবখানে সে সতর্ক,
আলো-ছায়ার মাঝে ভাসে আল্লাহর স্নেহময় প্রকাশ;
প্রতিটি ধাপে, প্রতিটি নিঃশ্বাসে, ভয় ও বিশ্বাস জাগে,
মুক্তাকি—সত্যের পথিক, দুনিয়ার আলোয় দীপ্তিমান।

হায় লোভী মানব! তব চাহিদায় মিশে না যায় মুক্তাকির গান,
পাপ-চাক্রী, ধন-লালসা সব তুচ্ছ, তব মনে স্থির ভয়ভূমি;
মুক্তাকি তব জীবন হোক আলোর সাগরে অমল,
সদাচরণে পূর্ণ, ধৈর্য, সংযম ও ইবাদতে নিত্য দীপ্তিময়ী।
*****************************************************


২৮-১০-২০২৫

No comments:

Post a Comment