Sunday, October 19, 2025

মৃত্যুর পরের ডাকে

 

মৃত্যুর পরের ডাকে 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর


হে রব্বুল আলামিন, তোরই নূর আমার চক্ষে ভাসে,
তোর রহমতে ঢেকে দে হে, মৃত্যুর কালো ভাসে।
লা-ইলাহা ইল্লাল্লাহ, এই সুরে প্রাণে আগুন,
তোরই নামে উঠি জেগে, থেমে যাক সব দাগুন!

“ইয়া আল্লাহ, ইয়া রহমান!” — হৃদয়ে বাজে সুর,
মৃত্যু নয় ভয়, এ তো তোর দিদারে নূর!




চাঁদ-সূর্য ম্লান হবে একদিন, দুনিয়া হবে খামোশ,
তোরই হুকুমে ধ্বনিত হবে— “ইরজিই ইলা রব্বিক!” — ঘোষ।
তুই খালিক, তুই রহিম, তুই সাবুর,
তোরি ফয়যে বাঁচি হে, তুইই তো নূর-এ-নূর!

ইয়া আল্লাহ, ইয়া রহিম!” — জ্বলে প্রাণে দা’ওয়াত,
মৃত্যু নয় শেষ, এ তো তোরই লিকায়াত!



কবরের গাহে নিঃশব্দ রজনী, দে নূরের আলো তোর,
রুহে সালাম, দে শান্তি তোরই, উঠুক সুবহে নূর!
গুনাহগার বান্দা আমি, কর মাগফিরাত হে খোদা,
তোর রহমে দে দয়া ভরা, দে জান্নাতের বাগচা!


তুই চিরজীব, কায়েম, কাদির, মালিকুল মুলক,
তোরি জিকিরে মিশে প্রাণ, তোরই প্রেমে ঢুলুক।
জন্ম-মৃত্যু তোরই হুকুমে, তুইই আল্লাহ মহান,
তোর আশিক আমি, তোর ইবাদত — আমার জান!

“লা-ইলাহা ইল্লাল্লাহ!” — দোলে প্রাণে নূর,
ফিরে যাব তোর দরগাহে, হে রহমান, হে গফুর!

------------------------------------------------------------

No comments:

Post a Comment