স্ত্রীর অধিকার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************
হাকিম আল্লাহ, রহমতুল্লাহ,
স্ত্রীর অধিকার, রাখো ঘরে আল্লাহ।
মেহর ও ইকবাল, প্রেমের সাদাক,
মকান হোক নূরানী, হৃদয় ভরে ইমান।
বিয়ে হলো রহমতের বাঁধন,
স্ত্রীকে দাও সম্মান, দাও হৃদয় মধুর গান।
দেহমহর দাও, হোক ঘরে শান্তির আলো,
ভালবাসার বৃষ্টি, ঝরে হৃদয়ের তালে তাল।
মুহাব্বত ও ইকবাল, থাক সবসময় সাথে,
সহমর্মিতা দাও, হোক সুখের বাতাসে বাতি।
অন্যায় থেকে রক্ষা করো, দাও সদা সহানুভূতি,
স্ত্রীর অধিকার পালন করো, আল্লাহর রহমত হবে সত্যি।
ধৈর্য আর সদাচার, মেহর ও শাফকত,
প্রণয়-বান্ধনে হোক আল্লাহর বরকত।
সদা সহমর্মিতা, হৃদয় ভরে ইকবাল,
জীবন হোক আলো, সুখের পথ হোক মাল।
ভালোবাসার বন্ধনে থাকো সবদা মধুর,
গৃহে হোক শান্তি, হৃদয়ে আল্লাহর নূর।
মুহাব্বত ও দয়া মিশুক হৃদয়ের ধারা,
স্ত্রীর অধিকার পালন কর, হোক জীবন সারা।
হাকিম আল্লাহ, রহমতুল্লাহ,
স্ত্রীর অধিকার, রাখো ঘরে আল্লাহ।
মেহর ও ইকবাল, প্রেমের সাদাক,
মকান হোক নূরানী, হৃদয় ভরে ইমান।
-------------------------------------------
No comments:
Post a Comment