Wednesday, October 15, 2025

বখাটে ছেলে

 

বখাটে ছেলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************

চোখে আগুন, ভাঙে সব বাঁধন।
পিতার আদেশকে ভেঙে ফেলে সে।
মায়ের কণ্ঠে বাজে শূন্যর গান।
হঠকারী রাগে ঝরে ক্ষতি, প্রাণ।

দুষ্টুমিতে ভরা প্রতিটি ক্ষণ।
ইগোতে ভরা, অন্যকে দেখেনা সে।
দায়িত্ব এড়ায় চুপচাপ, অলসতা খায়।
মিথ্যা, ছলনা, ব্যবহার—সবই নেশা।

সহানুভূতির ছায়া নেই হৃদয়ে।
সন্ত্রাসীর ধ্বনি, গুন্ডার ছায়া কাঁপে।
চাঁদাবাজি, দখলবাজি, লোভ দমনহীন।
দেশ-চেতনা বিরোধী, আড্ডা বাজে সময়।

নেশা-গ্রস্থ অন্তর, হিংসার অগ্নি জ্বলে।
রাগে, ঘৃণায় ভরা, চিৎকার করে সে।
অন্ধকারে খুঁজে নেয় দুরাচার, লোভ, অধিকার।
অবাধ্য, অশৃঙ্খল, শহর দানবের নূর।

বন্ধু-বান্ধব, পরিবার, সমাজ সব ত্যাগ করে।
নিয়ম-আইন ভেঙে, নিজেই পতিত হয় সে।
নেশা ও দুষ্টুমিতে জীবন ধ্বংস পায়।
সন্ত্রাস, দখল, চাঁদাবাজি—সমাজ কাঁপে তার হাতে।

অন্ধকারে হারায় আত্মার দীপ্তি, জীবন শুন্য।
অবহেলা, শোষণ, ন্যায়ের অভাব তার সঙ্গী।
পিতার আশা ভেঙে যায়, মায়ের স্বপ্ন নষ্ট।
অলসতা ও অবাধ্যতার ফল, পতনের আঁচড় চিহ্নিত।

বিদ্রোহী কণ্ঠে আওয়াজ দাও, প্রতিবাদ করো।
মানবতার পথে ফিরো, মুক্তি আনো সকল।
নিয়ম ও ন্যায় প্রতিষ্ঠা করো সমাজে।
বখাটে ছেলের রাগ, শোষণ, হিংসা—শেষ হোক।

নতুন সকাল আনে আলোর দীপ্তি।
অন্ধকার ছিঁড়ে যায়, সত্যের পতাকা উড়ে।
বিদ্রোহী হৃদয় বলবে, “আর নয় এ কায়দায়।”
মানবতার পথে দাও মুক্তির গান।

-------------------------------------------

No comments:

Post a Comment