মুয়াজ্জিনের ডাক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
ওই ডাকছে মুয়াজ্জিন… এসো হে মুমিন…
আল্লাহর পথে জাগো… ভোরের নূরিন দিন…
মিনারার চূড়ায় বাজে তাকবীরের সুর…
হৃদয় ভরে ওঠে ইমানের দীপ্তি-বীর…
আল্লাহু আকবার… আল্লাহু আকবার…
তৌহিদী প্রাণ… এসো প্রভুর নূরে…
ছুটো হে মসজিদ ঘরে… নামাজির বেশে…
নত হও প্রভুর দরবারে… কাতারে কাতরে…
তাসবীহ, দোয়া, ইক্বামতের মধুর সুর…
প্রাণে জাগুক হায়াতের আলো… হৃদয়ে ভরে নূর…
তৌহিদী প্রাণ… দাও অন্তর প্রভুর কাছে…
জীবন হোক আল্লাহর পথে… প্রার্থনার অনন্ত ভাষা…
এসো হে মুমিন… এসো হে মুমিন…
ইক্বামতের ছন্দে মিলাও প্রাণের সুর…
আযানের মধুর ডাক… হৃদয়ে বাজুক বারবার…
আল্লাহু আকবার, মুয়াজ্জিনের ডাক হোক জান্নাতের নূর…
চোখে জল ঝরে… অন্তর ভরে প্রেমের স্রোত…
প্রভুর নামের আলোয় ভরে উঠুক প্রতিটি ক্ষণ…
দুপুরের সূর্যাস্তে বাজে মুয়াজ্জিনের সুর…
তৌহিদী প্রাণ এসো… দাও প্রভুর কাছে ঘুর…
কাতারে কাতারে মুসল্লি… হৃদয় একত্রিত…
প্রার্থনার জলে ভেসে যায় দুঃখ-উদাসীনিত…
সুন্দর দুনিয়ার জীবন অল্প… জান্নাতের আশা চিরন্তন…
প্রভুর কাছে মিলাও আত্মা… অন্তরে জাগুক অনন্ত অনন্ত…
সন্ধ্যার আকাশে ছড়ায় আযানের আভা…
রজনীর নীরবতা ভেঙে ওঠে আলোর মায়া…
মসজিদে বাজে দোয়া… প্রভুর নামে স্তব…
হৃদয়ে জাগে ভক্তি… চোখে ঝরে অশ্রুবিন্দু নব…
তৌহিদী প্রাণ… এসো প্রভুর দরবারে…
মুমিনের অন্তর জাগুক আল্লাহর আয়াতের ঘর…
এসো হে মুমিন… এসো হে মুমিন…
ইক্বামতের ছন্দে মিলাও হৃদয়ের সুর…
আযানের মধুর ডাক… প্রাণে বাজুক বারবার…
আল্লাহু আকবার, মুয়াজ্জিনের ডাক হোক জান্নাতের নূর…
চোখে জল ঝরে… অন্তরে ভরে আলোর দিগন্ত…
প্রভুর নৈকট্যে মিলাও প্রাণ… জীবন হোক পূর্ণ আনন্দ ও বারাকা…
--------------------------------------------------
No comments:
Post a Comment