Tuesday, October 21, 2025

উচ্চশিক্ষিতের কলঙ্ক

 

উচ্চশিক্ষিতের কলঙ্ক 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************


জাগো হে জাগো হে জ্ঞানের অন্ধরা, জাগো!
কলমে লেখা আছে, কিন্তু হৃদয় কি শূন্য-জাগো!

পড়াশোনার মাথায় বসে স্বার্থের সিংহাসন,
দরিদ্রের কান্না শুনে না, নীরবতার বাণী শাসন।


গ্রন্থাগারে জ্ঞান, অন্তরে অমানবিক ধ্বনি,
মানুষের কষ্ট ভুলে গেছে, হৃদয় যেন খালি।
স্বার্থ, মর্যাদা, সংখ্যা—হায়, মানুষের অভিমান!
জাগো হে জাগো হে, জ্ঞানী, মানবিক হও আবার!


প্রযুক্তি, বিজ্ঞান, জ্ঞান—হাতে নেয় খেলা,
মানবতা হারায়, অন্ধকারে জ্বলে মেলা।
চাকরি, পদ, কর্পোরেট ক্ষমতার লোভে ঢেকে হাসি,
মানুষকে সংখ্যা বলে দেখে, নয় মুখের আলো, নয় অনন্ত বাসি।


নৈতিক শিক্ষা নেই, হৃদয় খালি,
দয়া, প্রেম, সহানুভূতি—সবই হয়তো ভুলে যায়ালি।
উচ্চশিক্ষার ছায়ায় জ্ঞানী যখন অবিশ্বাসী,
সত্য, ন্যায়, প্রেম—হায়, নিস্তব্ধ, দুর্বিষহ পাষাণী।


জাগো হে জাগো হে, কলঙ্কের রেখা দেখ!
হৃদয়ে লালিত করো সত্য, ন্যায়, মানবিক প্রাণ।
নাহলে হারাবে তোমার গর্ব, জ্ঞান,
সবই হয়ে যাবে ভ্রান্তি-চিহ্নিত ধ্বান!

--------------------------------------------

No comments:

Post a Comment