নগ্নতার ঢেউ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************
নগ্নতার ঢেউ বয়ে যায় বুকে ভয়ানক,
অশ্লীলতার ছায়া ঘিরে রেখেছে অমারক।
চোখ বুজি দেখি অনলাইন পাতায়,
অধনগ্ন দৃশ্য ভেসে ওঠে অগণিত প্রাণায়।
মাত নত হয় হৃদয় নীরব নিঃশব্দে,
নৈতিক চরিত্র ঝরে পথে, ভেসে ফেলে ক্ষণিকে।
পরিবারের মাঝে ফেইসবুকের ছায়া,
নির্লজ্জ নগ্নতা গ্রাস করিছে সভ্যতায়।
ম্যাসেঞ্জারে আদান-প্রদান ছবি খোলা,
বিনা বিবাহে চাষাবাদ মেলে যৌন ঢোলা।
তরুণ তরুণী উন্মাদ ন্যাংটা কুকুরের মতো,
বিয়ের আগেই যৌন চাহিদা মেলে খোলা।
প্রেমের নাম চলে রঙ্গ লীলায়,
লজ্জা বিদায় নেয়, নৈতিকতা হয় শূন্য কূলে।
নগ্ন দৃশ্য ভরে চোখ, মন ভয়ানক,
মানব চরিত্র ক্ষয় পায় নিঃশব্দে অচেনা।
শুধু চাহিদা মিটে, সম্পর্ক হয় ভাসা,
অবক্ষয়িত হৃদয় পায় ব্যথার ছায়া।
নগ্নতার ঢেউ যেন নগরে নগরে,
লজ্জার লবণ মুছে দেয় চরিত্রে ভরে।
অশ্লীল সভ্যতা ঘেরায় মানবকে,
ভালো চরিত্র ফিরে আসুক অন্তরে।
পরিবার, বন্ধু, সমাজ—কেউ নয় সচেতন,
সবাই মগ্ন চাহিদার মায়াজালে বেঁধে অমৃতেন।
নিমেষে নিমেষে নব পরিচয়ে,
হ’লে পরিচিত মোদের হৃদয়ে।
শুধু হাতে হাতে পরশন নয়,
অভিশপ্ত নগ্নতা যেন শাসে দেশে।
বিয়ের আগেই যৌন চাষাবাদ, প্রেমের নাম রঙ্গ লীলা,
লজ্জাবোধ বিদায় নেয়, চরিত্র হয় খোলা।
চোখে চোখে হেসে ওঠে ব্যথা,
প্রাণে প্রাণে জাগুক সতীর্থতার আশা।
নগ্নতার ঢেউ দূরে হোক অমায়,
লজ্জার আলো ঝলমল হোক প্রাণায়।
নির্লজ্জ সমাজের ভয়ানক এই দৃশ্য,
বাঁচুক মানব চরিত্র, জাগুক নৈতিক বীণায়।
------------------------------------------------------
No comments:
Post a Comment