জানি হে কত সুন্দর তুমি
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া…
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া…
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া,
প্রেমের ঘর, ভালোবাসার ভরা দ্যুতি,
সন্তান হাসে আনন্দে,
আলোর ছোঁয়ায় ভরা,
স্বর্গিয় সংসার হোক ঝঙ্কার,
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া।
ও নামে ফুল ফোটে বাগানে রাশি রাশি,
প্রেমেরই চাঁদ ভরা আকাশে হাসি,
স্নেহের সুরে বাজে,
হৃদয়ের গান গায়ে,
মধুময় মধুরে দেয় ঝঙ্কার,
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া।
সন্তান খেলে নদীর তীরে,
সুখের ঢেউয়ে, দুঃখের ঝড়ে,
মায়ের আদর, পিতার স্নেহ,
ভালোবাসার ছন্দে,
প্রতি মুহূর্তে দেয় ঝঙ্কার,
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া।
ধৈর্য আর মমত্বে ভরা সংসার,
প্রেমময় চোখে ঝলকে প্রতিটি তার।
শিক্ষা, জ্ঞান, সদ্ব্যবহার,
সন্তান-পত্নীর মিলনে হোক আনন্দ,
প্রতি পদক্ষেপে দেয় ঝঙ্কার,
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া।
স্বর্গিয় সংসারে বাজুক সুর,
মায়া-মমত্ব, ভালোবাসার জ্বালা।
প্রেমময় বন্ধনে আবদ্ধ হৃদয়,
মর্যাদা রক্ষা করে সুখী জীবন ঢেউয়ে,
প্রতি ছন্দে দেয় ঝঙ্কার,
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া।
ভালোবাসার আলো ভরে ওঠে ঘর-বাড়ি,
সন্তান হাসে, সংসার হোক পূর্ণিমা।
ধৈর্য, স্নেহ, প্রেমের মেলায়,
প্রতি মুহূর্তে বাজুক হৃদয়-গান,
প্রতি ছন্দে দেয় ঝঙ্কার,
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া…
----------------------------------------------
No comments:
Post a Comment