Tuesday, October 28, 2025

এ মিছিল থামুক

 এ মিছিল থামুক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
******************************************

থামুক! থামুক! এ মিছিল গণতন্ত্র নয়।
থামুক! থামুক! এ মিছিল ঐক্য নয়।
খুন লুট গুম—শুধু ক্ষমতার খেলা।
ঘাতক দেশদ্রোহী মুখোশধারী উগ্রবাদী তারা।

মাকে হত্যা করতে এসেছে তারা আজ।
তোমার প্রাণে ভয় নেমেছে অন্ধকারে।
জাগো বাঙালি! জাগো বাংলাদেশি সকলে।
মুক্তিযুদ্ধের চেতনায় দাঁড়াও হাতে শক্ত।

হাত ধরো হাতে ধরো ঐক্যের তরবারি।
সত্য ন্যায় মুক্তি—হোক আমাদের সঙ্গী।
থামুক! থামুক! মিছিল ভেঙে পড়ুক আজ।
শহর গ্রাম নদী—বাজুক মুক্তির গান।

ঘাতকরা হারাক! সত্যের আলো ছড়াক।
লাল সবুজ রক্ষা করো পতাকা উঁচু রাখো।
মুক্তির ডাক শুনো আকাশে বাজুক ঘন।
মুক্তির তরবারি হাতে ভয় চিরতরে ধ্বংস।

ছদ্মবেশী মুখোশধারী ঘাতকরা হারাক এখন।
শহীদদের রক্তে লেখা ইতিহাস থাকুক অমল।
এ মিছিল থামুক! শহরের দেয়াল বলুক।
নদী গ্রাম মাঠ—বাজুক স্বাধীনতার গান।

জাগো বাঙালি! জাগো বাংলাদেশি আওয়াজ দাও।
মুক্তির চেতনা বলুক—শত্রু নয় পাশে।
থামুক! থামুক! এ মিছিল চিরতরে থামুক।
স্বাধীনতার পতাকা উঁচু—আলোর পথে উঠুক।
--------------------------------------


২৮-১০-২০২৫

No comments:

Post a Comment