মুসলিম দেশ তবু নৈরাজ্য
মসজিদের মিনার ছায়া, কোরআনের আলো—
কিন্তু রাস্তায় চুরি-ডাকাতির আগুন জ্বলছে।
সুদ-ঘুষে বিক্রি হচ্ছে ন্যায়,
ক্ষমতার খেলা ভেঙে দিচ্ছে উম্মাহর আশা।
সন্ত্রাসীর চোখ, গুন্ডামির হাত,
ফ্যাসিবাদের আগুনে রক্তে ভিজছে শহর।
স্বৈরতন্ত্রে দংশিত মানবতা,
মুনাফিকির মুখে দোয়া, অন্তরে বিষ।
বিশ্বাসঘাতকরা হাসে, শপথ ভেঙে,
অধিকার লুণ্ঠিত, স্বাধীনতা চুরির মঞ্চে।
হাসি চুরি, কান্না চুরি, স্বপ্ন ভেঙে যায়,
মুসলিম দেশ তবু নৈরাজ্য, এই চিৎকারে নিস্তেজ।
শাসকের চোখ বন্ধ, তলোয়ার হাতে সৈন্য,
অবিচার ছড়ায়, মানুষের অন্তর কেঁপে ওঠে।
চিৎকারে ভরা শহর, শিশুর কান্না নীরব নয়,
মুসলিম দেশ তবু নৈরাজ্য, সত্যের আলোকে ছাপিয়ে।
দরিদ্র্য আর দুর্নীতি, লোভের আগুন,
শোষণের হাতের তাণ্ডব, মানুষের আশা ছিন্ন।
চুরি-ডাকাতি, সুদ-ঘুষে বিক্রি ন্যায়,
মুসলিম দেশ তবু নৈরাজ্য, কোথায় মুক্তি খোঁজ।
বিদ্রোহী হৃদয় জেগেছে, চিৎকার করে,
সত্যের আলো ছুঁড়ে দেবে মানুষ।
চুরি, দখল, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ ধ্বংস হবে,
উম্মাহ জেগে উঠবে, ন্যায়ের পতাকা উড়াবে।
মুসলিম দেশ তবু নৈরাজ্য, আমরা আর নীরব নই,
বিদ্রোহের আগুন জ্বালিয়ে মুক্তির গান গাই।
অন্ধকারে জ্বলবে সত্যের জ্যোতি,
বিদ্রোহী কণ্ঠে মিলবে মুক্তির গান, উম্মাহর নবজাগরণ।
----------------------------------------------
No comments:
Post a Comment