মানব সৃষ্টির উদ্দেশ্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************************
লা ইলাহা ইল্লাল্লাহ, নূরে ভরে দিল,
রবের প্রেমে পুড়ে যায়, গুনাহগার এই মাইল।
ইবাদতই হায়াত আমার, মাওলার সন্তোষ মান,
তাওহিদের এই নূরেই জ্বলে উঠুক পরাণ।
বিসমিল্লাহ বলে সৃষ্টি করল রব,
রহমানের রহমে খোলে দুনিয়ার সব।
কোরআনের কালামে শুনি তাঁর ঘোষণা,
“আমি বানিয়াছি বান্দা, শুধু ইবাদতের যোগে সুশোভনা।”
ইবাদতের নূরেই খোলে জান্নাতের দরজা।
তুমি খলিফা-তুল্লাহ, এই ধরার মান,
রবের প্রতিনিধি তুমি, রাখো ন্যায় আর ইমান।
দরদে-ইনসানি রাখো অন্তরে স্থান,
রহমতে আল্লাহে জ্বালো নূরের দান।
তাসবিহে গাও — সুবহানাল্লাহ,
রুহে বাজে সুর — আলহামদুলিল্লাহ।
দিলের কোরাসে ওঠে — লা ইলাহা ইল্লাল্লাহ,
এই কালেমাতেই লুকায় জান্নাতুল রাহ।
এই দুনিয়া ফানার ময়দান, ইমতিহানের রাহ,
মৃত্যুর পরে উঠবে হিসাবের গাহ।
যে রাখে ইখলাস, যে করে দান,
তার জন্য মেহেরবান — আল্লাহ রহমান।
দেখো আশমান, জমিন — সব তাঁর নিদান,
প্রতিটি বাতাসে শোনা যায় কোরআনের তেলাওয়াত গান।
রবের মারেফাতে জ্বালো ইমানি দীপ,
তাঁর সন্তুষ্টিতেই মুক্তি, তাঁর প্রেমেই নীপ।
হে তৌহিদি প্রাণ, ভুলিও না সেই জান,
এই জীবন ফানি, পরকালেই আসল মান।
ইবাদত করো, রাখো নূরের বিশ্বাস,
আল্লাহর সন্তুষ্টিই জীবনের আশ।
লা ইলাহা ইল্লাল্লাহ, গাও ঈমানের গান,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ — নবীর আহ্বান!
রবের সন্তুষ্টিই মানবের মাকসাদ,
ইবাদতেই লুকায় জীবনের উদ্দেশ্যবাদ।
রব্বানা তাকাব্বাল মিন্না, করো রহমত বরখা,
তুমি হো মেহেরবান, হো নূর-ই-সুবহা।
তোমার ইবাদতেই শান্তি, তোমার প্রেমেই জান,
লা ইলাহা ইল্লাল্লাহ — এই আমার গান।
--------------------------------------------------
২৭-১০-২০২৫
No comments:
Post a Comment