Thursday, October 23, 2025

নেশাগ্রস্থ প্রাণ

 

নেশাগ্রস্থ প্রাণ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************

নেশাগ্রস্থ প্রাণ, হে মানুষ! জাগো আজ,
অন্ধকারে ডুবে গেছে তোমার ঈমানের সাজ।
“ইন্নামা আল-খামরু”— বলে কোরআন মহান,
শয়তানের ছলনা এটি, করো না অবমান!

মায়িদাহ সূরার বাণী বাজে কানে,
নেশা আনে শত্রুতা, ভ্রাতৃত্ব যায় টানে।
নেশা তোমায় দূরে করে আল্লাহর রহমত হতে,
নামাজে মন হারায়, ডুবে যায় মিথ্যে মোহেতে।

রাসূল ﷺ বলেছেন— “যা নেশা আনে, হারাম তা চিরদিন”,
এক ফোঁটা মদও করে কালো রূহের দিন!
যে পান করে এ বিষ, সে করে আত্মা ধ্বংস,
দুনিয়ার রঙ ম্লান হয়, আখিরাতে কাঁদে সর্বনাশ!

নেশায় হারায় বুদ্ধি, মর্যাদা, লজ্জা, মান,
পিতা-মাতার দোয়া হারায়, ছিন্ন হয় পরিবারপ্রাণ।
হায়, কত স্বপ্ন পুড়ে ছাই, কত মুখে কান্না,
নেশার আগুনে জ্বলে, ধ্বংস হয় জান্নাহর গাঁথা।

হে যুবা! ফিরো ফিরে, কোরআনের আলোয়,
তওবা করো এখনই, নাহি দেরি কালোয়।
আল্লাহ দয়ালু, তবু ভয়াবহ তাঁর ক্রোধ,
যে তওবা করে না, সে হারায় সবই একসাথে রোধ!

এসো ভাই, মসজিদের ছায়ায় বসি,
জিকিরে ভরি হৃদয়, করি চোখ ভেজা নতশিরে দোসি।
মাদক নয়, চাই রূহের প্রশান্তি,
কোরআনের তিলাওয়াতে পাই জীবনের শান্তি।


হে আল্লাহ! আমাদের দাও শক্তি, নেশার পথ হতে,

হেদায়াত দাও সোজা পথে, রূহের মাতে মেতে।
যেন এই প্রাণ হয় না আর নেশাগ্রস্থ কভু,
বরকতের ছায়ায় কাটে দিন, তোমার নূর-আলোয় সবু! 

----------------------------------------------------

No comments:

Post a Comment