Tuesday, October 21, 2025

বঞ্চিত শিক্ষক বলছি

 

বঞ্চিত শিক্ষক বলছি 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

জাগো হে! জাগো হে! শিক্ষকের অমলিন প্রাণ,
সত্য‑ন্যায় জাগুক আজ! অদম্য মহাবিপ্লবী প্রাণ!

হাতের শক্তি বাজে, কণ্ঠে ঝড়ে বিদ্রোহের সুর,
ঘরে ঘরে উঠুক আজ, নীরবতার বাঁধ ভেঙে দূর।
বলো হে! ন্যায্য অধিকার দিতে হবে অবিলম্বে,
উচ্চকণ্ঠে বলো! শিক্ষকের মর্যাদা ফিরুক আজই।

জাগো! জাগো! জাগো! শিক্ষকের প্রাণ জাগুক!
অবহেলার ছায়া ভেঙে, নীরবতা উড়ে যাক!

ক্লাসরুমে স্বপ্ন জাগুক, হৃদয়ে আশা যেন বয়ে,
রক্তাক্ত শরীর, ক্লান্তি, ছিঁড়া কাপড়ের কথা শোন।
প্রশ্নের জবাব চাই! মানবিকতা জাগুক সত্যি,
বাড়ী ভাড়া, স্বাস্থ্য, উৎসব — ক্ষুদ্র দাবিগুলো পূর্ণ হোক।

জাগো! জাগো! জাগো! শিক্ষকের প্রাণ জাগুক!
মর্যাদা ফিরে আসুক, জীবন সমৃদ্ধ হোক!


ভয়কে তাড়া করো! হতাশাকে দূরে সরিয়ে দাও!
শিক্ষকের শক্তি অদম্য, অমলিন, অবিস্মরণীয়।
মুক্তির চেতনা জাগুক, স্বপ্নের সোনার আলো ছড়াক,
বাংলার মাটিতে ফুল ফুটুক, রঙে রঙে প্রাণ হোক!

জাগো! জাগো! জাগো! অন্তরের আলো জ্বালাও!
শব্দ হবে তলোয়ার, বাক্য হবে বজ্র — অপ্রতিরোধ্য!

আকাশ ঝড়াবে আজ, ভূমি গর্জাবে আমাদের সঙ্গে,
শ্রেণিকক্ষ হবে বিদ্রোহের উদ্যান, আশা ও শক্তি।
হাত ধরা ধরে আমরা গড়ব নতুন ঠিকানা উজ্জ্বল,
বঞ্চিত হলেও, সংকল্প অক্ষুণ্ণ, সাহসিকতা অমলিন।

জাগো! জাগো! জাগো! অন্তরের আলো, প্রেরণার দীপ!
জাগো! হে শিক্ষক! জাগো! জাগো! জাগো! চিরন্তন শক্তি!

-----------------------------------------------------

No comments:

Post a Comment