Thursday, October 23, 2025

হে শিশুপুণ্য

 

হে শিশুপুণ্য

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুুর

হে শিশুপুণ্য! হে আলোকধারা!

তুমি ভবিষ্যতের আশার তারা,
তুমি জীবনের দান, করুণা ভরা প্রাণ,
তোমার মুখে লুকায় রহমতের মান।
কোরআন বলে — তুমি আল্লাহর দান,
তোমার যত্নেই বাঁচে মানবপ্রাণ!
হে শিশুপুণ্য! হে শিশুপুণ্য!



দাও খাদ্য, দাও বস্ত্র, দাও ভালোবাসা,
দাও নিরাপদ আশ্রয়, স্নেহের ভাষা।
শেখাও সত্য, শেখাও ন্যায়,
দাও আলোর পথ, দাও হৃদয়ভরা দয়া।
রাসূল বলেছেন — “দয়া করো তাদের প্রতি,”
যেমন চাও রহমত তোমার অন্তরে অতি।
হে শিশুপুণ্য! হে শিশুপুণ্য!



পিতা-মাতা! এ তোমাদের দায়,
সন্তানের হাসিতে বাঁচে পৃথিবী হায়।
অবহেলা নয়, নয় তিরস্কার,
তোমার দয়া-ভালোবাসা তাদের অধিকার।
অন্যায় করলে কাঁদে আসমান,
হারিয়ে যায় আশীর্বাদের মান!
হে শিশুপুণ্য! হে শিশুপুণ্য!


যে রাখে সন্তানের অধিকার ঠিক,

সে ঘর জান্নাতের মতো দ্যুতিময় দিক।
যে মুছে দেয় অবহেলার ধোঁয়া,
তার ঘরে ফেরেশতা পাঠায় দোয়া।
শিশুর চোখে যে সুখের আলো,
তা-ই মানবতার সত্য ভালো!
হে শিশুপুণ্য! হে শিশুপুণ্য!


তুমি নিষ্পাপ ফুল, তুমি স্নিগ্ধ প্রভাত,

তোমার হাসিতে জাগে নবজীবনের রাত।
তুমি আল্লাহর দান, চির প্রেরণা,
তুমি ন্যায়ের আলো, নব পথের বীণা।
তুমি কাঁদলে কাঁপে হৃদয় আকাশ,
তুমি হাসলে থেমে যায় সকল হতাশ!
হে শিশুপুণ্য! হে শিশুপুণ্য!


হে সন্তানের অধিকার রক্ষাকারী জন,

তুমি প্রিয় আল্লাহর কাছে মহান মন।
যে ভালোবাসে শিশুর প্রাণ,
সে পায় জান্নাতের সুললিত স্থান।
অবিচারকারী হারায় সব দান,
ন্যায়পরায়ণ পায় পরম মান।
হে শিশুপুণ্য! হে শিশুপুণ্য! হে শিশুপুণ্য!

---------------------------------------------------

No comments:

Post a Comment