Monday, October 20, 2025

রোজার ফজিলত

 রোজার ফজিলত 

কলমেঃ মোঃ আমিনুল এহছান  মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************************

রোজার মাহে রমজান, হে নবীন সওদাগর,
বদনসীব আয়, আয় গুনাহগার, নতুন করে কর সওদা ধর।।
সেহরির নূর-আলোয়, সাহুর খাও ইমানের সাথে,
ইফতারের রোজা খোলে, আল্লাহর রহমত আর ফাযিলাতে।।


কোরআনের ঐ খাজানা, হীরা-মুক্তা-পান্না,
লুটে নে, রে লুটে নে, ভরে তোল তোর ঘর ইমানের আলমা।।
কালেমার ঐ কানাকড়ি, বদলে দেয় রোজাদার,
শাফায়াতের সাত রাজার ধন, আয়, ত্বরার কর ইবাদত বার।।


কিয়ামতের বাজারে ভাই, মুনাফা চাও যে বহুৎ,
এই ব্যাপারীর হও খরিদ্দার, লও রে সীলমোহর-ইমানী।।
আল্লাহর পথে রোজা, রাত্রি-দিবস তার সঙ্গী,
দুনিয়ার লোভ ছেড়ে, পাবে সে জান্নাতের দ্বার খোলা।।


রোজা মানে শুধুই ক্ষুধা নয়, বরং আত্মার উন্নতি,
তাকওয়া, ধৈর্য, মানবিকতা – এইই মূল সম্পদী।।
ফজরের সেহরি, ইফতারের রোশন আলো,
ভাগ্যবান সে যে রাখে, রোজার ঐ সোনা মান্দালো।।


আরশ হ’তে পথ ভুলে এ এল মদীনা শহর,
নামে মোবারক মুহাম্মদ (সাঃ) পূঁজি আল্লাহু আকবর।।
ইমানে, তাকওয়ায়, রোজার ফজিলতে ভরা জীবন,
নবীন সওদাগর সে, আল্লাহর নূরেই ভরে প্রাণ।।

---------------------------------------------------------

No comments:

Post a Comment