তুমি কথা রাখলে না
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***************************************
তুমি বলেছিলে —
মানবতার পথে চলবে,
দুঃখীর অশ্রু মুছবে,
অসহায়ের পাশে দাঁড়াবে —
আমি বিশ্বাস করেছিলাম!
তুমি বলেছিলে —
“মানবিক সেবায় আছি, থাকবো সারাজীবন।”
আমি ভেবেছিলাম, এই আলোর পথ
তোমারও আপন হবে।
কিন্তু তুমি পিছু হটলে অশুভ শক্তির ভয়ে!
কেন এমন করলে তুমি?
কে তোমাকে থামালো মানবতার গান থেকে?
কে তোমার হৃদয়ে ঢেলেছিল ভয়,
যে ভয় ভালোবাসাকেও নিঃশেষ করে দিলো?
তুমি বলেছিলে — ভালোবাসো!
ভালোবাসা কি এমন হয়?
যে ভালোবাসা দায়িত্ব থেকে পালায়,
যে প্রেম সেবার হাত ছাড়ে,
সে প্রেম নয় — এক নিঃসহায় ছলনা!
তুমি চলে গেলেও,
কিন্তু মানবিক কাজ থেমে থাকেনি,
মানবিকতার সূর্য আবারও ওঠবে
প্রতিটি সেবার আহ্বানে।
শুধু থেকে গেল এক প্রশ্ন —
তুমি কি সত্যিই মানুষটাকে নয়,
মানবিকতার প্রতীককেই হারালে?
তুমি বলেছিলে কথা রাখবে…
কিন্তু তুমি কথা রাখলে না।
তুমি মিথ্যে বলেছিলে —
ছলনাময়ী এক নারী,
যে হারালো নিজেরই প্রতিশ্রুতি!
তুমি থাকলে না, তবু
মানবিক কাজ চলবে,
প্রেমের নামে প্রতারণা নয় —
এবার মানবতার নামেই জয় হবো আমি।
------------------------------------
No comments:
Post a Comment