হিংসার আগুন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***********************************
ইয়া আল্লাহ, তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন,
শান-শওকতে হোক পূর্ণ আবার সমস্ত মুসলিম।
আমিন, আমিন।
হাসাদের আঁচে যেন জ্বলে না হৃদয়,
ভালোবাসা আর শান্তি হোক মানুষের মধ্য।
প্রতিশোধ নয়, বরং ক্ষমার পথ ধরো,
ধৈর্য ও বিশ্বাসে আলোকিত হোক জীবন।
আমিন, আমিন।
ভ্রাতৃত্বের বন্ধন হোক অটুট,
শত্রুতা ও হিংসা হোক দূরে।
ভালো মন, সহানুভূতি ও সহিষ্ণুতা—
হোক জীবনের সঠিক দিক নির্দেশ।
আমিন, আমিন।
ইয়া আল্লাহ, তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন,
শান-শওকতে হোক পূর্ণ আবার সমস্ত মুসলিম।
আমিন, আমিন।
মুক্তি দাও আমাদেরও, সেই বিশ্বাস আর ত্যাগের শক্তি,
হোক আমাদের জীবন সৎ পথে আলোকিত।
হাসাদ ও প্রতিহিংসার আগুন নিভে যাক,
শান্তি আর ভালোবাসা হোক সবার মাঝে।
আমিন, আমিন।
ভোগ-বিলাসের লোভ যেন হৃদয় নষ্ট না করে,
সত্য ও ন্যায়ের পথে হোক আমাদের জীবন।
প্রতিশোধ নয়, বরং ক্ষমা আর সহিষ্ণুতায় চল,
এভাবেই হোক আলোর পথ আমাদের।
আমিন, আমিন।
ইয়া আল্লাহ, তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন,
শান-শওকতে হোক পূর্ণ আবার সমস্ত মুসলিম।
আমিন, আমিন।
হাসাদ নিভে যাক, প্রতিহিংসা হোক দূরে,
ভালোবাসা আর শান্তি হোক সবার মাঝে।
আমাদের হৃদয় আলোকিত কর,
আমিন, আমিন।
---------------------------------------------------
No comments:
Post a Comment