Tuesday, October 28, 2025

গালাগালির মঞ্চ

 গালাগালির মঞ্চ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************

আশার ছলনে ভুলি কী ফল লভিলি, হায়,
গালাগালির মঞ্চে সভ্যতার ক্ষয় তাই ভাবী মনে?
রাজনৈতিক দ্বন্দ্ব, হিংসা-প্রতিহিংসার ধোঁয়া চলেছে,
ক্ষমতার লড়াইয়ে দেশপ্রেমের শূন্যতা বহে নিরন্তরে;—

স্বৈর্য আর ফ্যাসিবাদের ছায়া মুখে হাসি—হাতে লাঠি,
মঞ্চে বাজে বিদ্রোহের শঙ্কর, নাগরিক নীরব,
মন ভাঙে, হৃদয় কাঁদে, তবু আশা জ্বলে কি?
মনোনীত বর—তুমি কি সত্যের মশাল ধরিবে হাতে?

হীনতা, প্রতিহিংসা, বিদ্বেষ—সবই ছড়ায় চারপাশ,
মঞ্চের ধ্বনি কেটে যায়, সভ্যতার রাত্রি দীর্ঘ।
গালাগালির ক্ষুদ্র মণি, দীপের আলো যেন নিভে না,
স্বমন্দিরে প্রদর্শনিল বাণীর চরণে আশা।

হিংসা, স্বৈর্য, ফ্যাসিবাদ—চিরবিদায় হবে কি?
ক্ষমতার লোভে লুটে যায় প্রাণের রস, দেশপ্রেম নিঃস্ব।
নাগরিক কণ্ঠে বাজুক বিদ্রোহের সুর—হায়,
মঞ্চ থেকে জ্বলে উঠুক সত্য, ন্যায় ও মানবতার আলো।

বেশ কতো দিন এই হীন লড়াই, দুঃখের কুয়াশা,
শুধু হানাহানি, বিদ্বেষ, অন্ধকারে জলের মতো ছলনা।
মনোনীত বর—যদি সত্যের মশাল ধরিলে হাতে,
বিকৃত ভাষার বিষ ধুয়ে যাবে, মঞ্চে ছড়াবে মুক্তির দীপ।

হৃদয়ে শক্তি জাগাও, ভবিষ্যতের পথ আলোকিত কর,
হিংসা, প্রতিহিংসা, স্বৈর্য—সবই কাটাও, বিদ্রোহী বাণী দিয়ে।
গালাগালির মঞ্চ হোক শিক্ষা, সত্যের দীপশিখা—
অবিচল, অদম্য, চিরন্তর, সভ্যতার পুনর্জাগরণে।
-----------------------------------------------


২৮-১০-২০২৫

No comments:

Post a Comment