হ্যা বা না
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
ভুলি নাই পুনঃ তাই আসিয়াছি ফিরে,
হে স্বাধীন বাংলা মোর, তব গর্ব-তীরে!
রক্তে ভেজা সে মাটি, লাল সবুজ ধ্বজা,
আজও বাজে মনে তব মুক্তির সাজা।
দুর্নীতিবাজে ঘেরা ছিল যে প্রান্তর,
তবু জাগে আশার দীপ, অমল অন্তর।
টেম্পু-স্ট্যান্ডে দখল, দুঃশাসনের ছায়া,
তবু গেয়ে উঠি আমি—“না! না!” গায়া!
নারী নির্যাতন, মাদক, চাটুকার দল,
তেলবাজ, টাউট-বাটপার—সবই জল।
যোগ্যতা বিহীন নেতা, স্বৈরতন্ত্র, ভয়—
তবু গাই গণতন্ত্রে, “হ্যা!” আজ জয়!
ধর্মীয় উগ্রতা, ফ্যাসিবাদের রূপ,
মববাদ, দেশবিরোধী ঘৃণার ধূপ,
অর্থ পাচার, ধর্ষণ, তাবেদারি ঢেউ,
সবাই মুছে দে, ওগো, প্রিয় জন্মভূমি ঢেউ!
হলুদ সংবাদে বিষ, পরিবারতন্ত্র,
পাতি নেতার দৈর্য, মাদক সিন্ডিকেট পন্ত্র,
এসবের অন্ধকারে তব জনপদ জ্বলে,
তবু আশার গান বাজে আকাশের তলে।
হ্যা, মুক্তিযুদ্ধ হ্যা, হ্যা লাল সবুজ,
হ্যা, অসাম্প্রদায়িক রূপ, আলোর ভুজ!
ভোটাধিকার হ্যা, হ্যা সু-শাসন জয়,
মতপ্রকাশ হ্যা, হ্যা—জনতার নয়।
জবাবদিহিতা হ্যা, অবাধ ধর্মনীতি হ্যা,
এই দেশ মানবতার, এই তার দ্যা!
তোমার তীরে এসে আমি আজ পুনঃ,
বলি বন্ধু, “হ্যা”—যেখানে আশা চির সুন।
খেলিতে আসিনি হে, এসেছি এবার,
ভাঙিতে অন্যায়, দেখিতে নূতন দ্বার।
যে তীরে পড়েছিল অশ্রু শত,
আজ সেখানে জ্বলে আলোর রথ।
সেবার এসেছিলাম কৌতূহলেতে,
আজ এসেছি জাগাতে মাটি-মাতৃভূমির চেতে।
হারিয়ে গেছে মণি, হারানো বিবেক,
তবু ফিরি আশায়—এই বার হোক এক!
যে কূলের বালুচরে আঁখি ভরে লোনা,
সেই কূল আজ হোক সত্যের বেদনা।
তব স্রোত টানে আজও ন্যায়পথ পানে,
ভাসাই জীবন সেই মহাসমুদ্র গানে।
তুমি কি চিনে নেবে, হে মোর স্বাধীন ধরণী,
এ আসা পুরাতন, তব হৃদয়-ধ্বনি।
ভয় নাই প্রিয়, এসেছি জানিতে নয়,
গড়িতে নব দেশ, নব আশার জয়।
যে চিতা পুড়েছে দুর্নীতির কালে,
সেই ছাই হতে ফুটুক নব ফুল-তালে।
ফিরে আসুক মানুষ, ফিরে আসুক প্রাণ,
লাল সবুজের নিচে হোক সম্মানের গান।
শীতের কুহেলিতে জ্বালো দীপ নূতন,
চলে যাক অন্ধকার, উঠুক জয়গান।
যে ফুল ফোটেনি বরষার ভোরে,
ফুটুক আজ জাগ্রত প্রজন্মের কোরে।
হ্যা, মুক্তির হাওয়া বয়, জাগো জাগো দেশ!
না, দুর্নীতি, না অন্যায়, না অবিশ্বাসের রেশ!
হ্যা, গণতন্ত্র, হ্যা ন্যায়বোধ, হ্যা আলোর গান,
এই আমার শপথ—বাংলার প্রাণ!
--------------------------------------------
৩০-১০-২০২৫
No comments:
Post a Comment