Thursday, October 16, 2025

দুর্নীতির অভিশাপ

 

দুর্নীতির অভিশাপ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************

আমরা বলি মুসলমান, করি নাম আজান,
তবু ঘুষে মিশে গেছে জাতির প্রাণ!
হারাম টাকায় ভরেছে পেট,
ইমান গেছে, বিবেক ফেটে মেট!

হালাল কাজের পথে বাঁধা দেয় মন,
শয়তান হাসে— “ঘুষে হয় সখন!”
কুরআনের বাণী পড়ে সবাই,
কিন্তু কাজে রাখে না তাই!

দুর্নীতি যেমন কালো জ্বালা,
নষ্ট করে জাতির আশা, আলো, ছায়া।
আল্লাহর গজব নামে ঘরে ঘরে,
বরকত হারায় সুখের ভরে।

ফসল ফলায়, তবু ফল শুকায়,
কারখানায় কাজ হয় না সুফলায়।
রাস্তায় দুঃখ, মেঘে অন্ধকার,
কারণ হারাম ছুঁয়েছে সংসার।

জন্ম নেয় শিশু, হারাম দুধে বড়,
তার বুকের দুধে নেই রহমতের তর।
বৃদ্ধ কাঁদে— তরুণ ব্যস্ত পাপে,
বিবেক ঘুমায়— লজ্জা হারায় রাপে!

দুর্নীতির পথে চলে জাতি যখন,
আল্লাহ ফিরিয়ে নেন রহমত তখন।
দোয়া ওঠে, ফেরেশতা বলে—
“তাদের অন্তর অন্ধতায় ঢলে!”

জমিন রুষ্ট হয়, বৃষ্টি হারায়,
ঘরবাড়ি ভাঙে, শান্তি না যায়।
আকাশ চায় না নামাতে দান,
কারণ মাটিতে নেই ইমান!

নেতা হয় লোভী, প্রজা হয় ক্ষুব্ধ,
ন্যায় হারায়, অন্যায় সুখ।
বিচার হয় দামে, দয়া হয় ঠুনকো,
মানবতা মরে— মিথ্যার সিংহাসনে বসে ধূর্ত কো!

ঘুষে গড়া দালান, ঘুষে গড়া সেতু,
প্রতিটি ইটে লেখা— “হারাম রক্তের ঋতু!”
যেখানে মিথ্যা রাজা, সত্য হয় বন্দী,
সেখানে বরকত পায় না কোন সন্ধি!

দুর্নীতি মানে আত্মার ক্ষয়,
দুনিয়া মেলে, আখিরাত ভয়!
কবরের আঁধারে জ্বলে সেই আগুন,
যে খেয়েছিল ঘুষে হারাম মুগ্ধতাসুন!

ফেরেশতা জিজ্ঞেস করবে একদিন—
“হারাম খেয়ে কেমন হলো দিন?”
কেউ বলবে— “ওহে, তখন বুঝিনি”,
কিন্তু আজ আগুনে পোড়াই নিজে!

হে জাতি! ফিরো আজ সত্যের পথে,
তাকওয়ার আলো রাখো অন্তরে!
ঘুষ, চুরি, মিথ্যা ছেড়ে দাও,
আল্লাহর ভয়েই নিজেকে গড়াও!


দুর্নীতির অভিশাপ— জাতির কালো দাগ,
আল্লাহর রহমত ফেরে না ফাঁক!
সততার ফুল ফুটুক নবীন প্রাণে,
বাংলা হোক আল্লাহর বরকতের টানে!

-----------------------------------------------

No comments:

Post a Comment