স্পেশাল পিপি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
সতত, হে স্মৃতি তুমি জাগো মোর মনে,
সতত উচ্চারিত নাম ফজলুল কাদের।
সতত যেমন ভোরে সূর্য ওঠে গগনে,
জ্বালাও তেমনি আলো প্রজার অন্তরে,
তোমারে ভাবি হে বন্ধু নিরব প্রহরে।
ডুমদিয়ার মাটি আজও কাঁদে তব তরে,
টোক ইউনিয়নের গর্ব তুমি ছিলে ঘরে ঘরে।
কাপাসিয়ার মাঠে বাজত তব ন্যায়ের বাণী,
কমিউনিস্ট নেতা হয়েও জনতার প্রাণে,
বয়ে আনিলে সেবার নব সুরবাণী।
আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তুমি,
সত্যের পথিক, দেশভক্তের দামী।
গাজীপুর জর্জ কোর্টে দৃপ্ত দৃঢ়বাণী,
নারী ও শিশুর পাশে দাঁড়ালে প্রাণে।
স্পেশাল পিপি তুমি, ন্যায়ের আলোকধারা,
বিচারের পথে ছিলে প্রজার আশা সারা।
আজ দুপুরে হঠাৎ থেমে গেলে হে প্রাণ,
স্ট্রোকের ছোঁয়ায় নিভে গেল তব দীপের টান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—
এই শোকভরা ধ্বনি বাজে গাজীপুরের গগনে,
কাঁদে কাপাসিয়া, কাঁদে জনতা মিলনে।
তুমি গেলে তবু রইলে বিশ্বাসের বুকে,
প্রজার হৃদয়ে জ্বালো আলোর শিখা সুখে।
তোমার কর্মগাঁথা বাংলার ইতিহাসে,
জীবন্ত থাকবে চিরকাল প্রেরণার আশে।
আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন — আমীন,
এই প্রার্থনা বাজে প্রতিটি হৃদয় বীণ।
তোমার নাম অমল, তোমার কাজ অনন্ত,
ফজলুল কাদের ভাই, তুমি চির প্রভান্ত।
----------------------------------------
No comments:
Post a Comment