মানবিক পুলিশ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************************
দেখিনু জনতার ভিড়ে, নীল জ্যোৎস্নার রাতে,
মানবতার দীপ জ্বলে অন্ধকার প্রাতে।
বুকে পুলিশ-চিহ্ন, তবু নয় ভয়প্রদ,
হৃদয়ে সহানুভূতি, নয় রাগে জড়।
হাতে শৃঙ্খলার দন্ড, তবু মমতায় ভরা,
দুঃখীর ডাকে ছুটে যায় দেরি না ধরা।
বৃদ্ধের কাঁপা হাত ধরে রাস্তা পাড়ি দেয়,
অসহায় শিশুর চোখে মমতার আলো ছড়ায়।
সেবাই যার ধর্ম, দায়িত্ব যার প্রাণ,
অপরের বিপদে ঝাঁপায়, করে না হিসাব-জ্ঞান।
গুলিস্তানের ব্যস্ত নগর, যানবাহনের ঢল,
সেখানে তিনি পাহারাদার, জনতার মঙ্গলতরল।
নলগাঁওয়ের মাটির টান রক্তে বয়ে যায়,
মানবিকতার বাতাসে হৃদয় ভরে যায়।
যে আসবে এলাকাবাসী, দরজায় দাও নক,
সহায়তার হাত বাড়াবে, বলবে— “আল্লাহর হক।”
সুবর্ণ দেউলের মতো উঁচু নৈতিক শির,
যশ নয় লক্ষ্য, মানবসেবাই অধীর।
বলিলেন বিবেক যেন মৃদু হেসে তায়—
“এমন সেবকই মানবতার অলৌকিক মহিমায়।”
-----------------------------------------------------
No comments:
Post a Comment