Wednesday, October 15, 2025

একই শরীরে দুই পৃথিবী

 একই শরীরে দুই পৃথিবী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**********************************

একই শরীরে রোদ ঝরে, অন্ধকার গর্জে,
হাসি মুখে মধুরতা, অন্তরে লোভের ঝঞ্ঝা বাজে।

প্রেম বলে সে, স্বার্থে পুড়ে অন্তর,
উদারতার পর্দা চোখে, কুৎসার অগ্নি গহর।

মায়ার খেলা ভোরের রোদে ভেসে যায়,
হিংসার ছায়া রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকে।

রক্ত লাল, প্রাণ জ্বলে অগ্নির মতো,
অন্তর কালো, ভয় আর অহংকারে ডুবে।

হাসি মুখে মায়া, কণ্ঠে সঙ্গীত বাজে,
কিন্তু অন্তরে প্রতারণার তীব্র ছায়া থাকে।

দুজনের মাঝে ভালোবাসা, একার মাঝে লোভ,
মানুষ—একই শরীরে দুই পৃথিবীর দাস।

বিদ্রোহী সঙ্গীত বাজে, ক্ষোভ আর আশার মাঝে,
একই বুকে রোদ আর অন্ধকারের দ্বন্দ্বের মাঝে।

দুপুরের আলো ছুঁয়ে যায় রক্তে,
রাত্রির অন্ধকার ভর করে অন্তরের অমাবস্যায়।

প্রেম আর লোভ, আশা আর ভয়,
একই বুকে বিদ্রোহী দ্বন্দ্বের খেলা হয়।

মানুষ—সেই দ্বৈত চরিত্রের রাজা,
রক্ত লাল, অন্তর কালো, জীবন আর অন্ধকারে বেঁচে থাকে।

বিদ্রোহী চিৎকারে ফুঁড়ে ওঠে হৃদয়,
একই শরীরে দুই পৃথিবীর লড়াই, মানুষের গান।

------------------------------------------

No comments:

Post a Comment