আর-রহমান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************************
আর-রহমান! হে দয়াময়, তোর নাম নূর-ই-আজাল,
তুই প্রেম-ই-খোদা, তুই করুণা, তুই ইহসান অবিচল!
তোর জিকিরে জ্বলে জগৎ ও প্রাণ,
তোর বাণী কুরআন — রহমতের জ্ঞান।
হে রহমান! হে রহিম! হে মালিক-ই-দিন!
তোর নূরে আলোকিত বিশ্বে নবীন!
তুই শেখাস মানুষে ইল্ম ও ভাষা,
তোর হিদায়াতে কাঁপে অন্ধের আশা।
তোর কুরআন রশ্মি, চির দীপ-জ্যোতি,
তোর কালাম মোর অন্তর-প্রেরণার স্মৃতি।
হে রহমান! হে রহিম! হে মালিক-ই-দিন!
তোর নূরে আলোকিত বিশ্বে নবীন!
শমস্ ও কামার তোর হুকুমে চলে,
তোর আদেশে দোলে গগন ও জলে।
তুই স্থাপন করেছিস মিজান-ই-আদল,
তোর ন্যায়ে স্থির এই বিশ্ব-বদল।
তুই বলিছিস — “সীমা লঙ্ঘিও না”,
তোরই রসুলেরা আনিল সে বাণা।
তোর নিয়মে শান্তি, তোর ন্যায়ে জ্যোতি,
তুই ইলাহী রহমত, তুই চির রহিমতি!
তোর দয়া ছাড়া কেহ নাই পর,
তুই দাতা, তুই রব, তুই ইজ্জতের কর।
তোর কিতাব কুরআন — নূর-ই-ইমান,
তোর কালামে ধ্বনিত রহমতের গান।
তোর রহমেতে ফোটে জীবন-ফুল,
তোর ইশ্কে জ্বলে ইমানের মূল।
তুই আল্লাহু! তুই নূর-এ-রব্ব,
তোর প্রেমে মিশে যায় মানব-সব।
হে রহমান! তোর নাম জপে সব প্রাণ,
তোরই কিরণে উদিত সূর্য-জ্ঞান।
তুই করুণা, তুই প্রেম, তুই শান্তি-জ্যোতি,
তুই হে রব্বুল আলামিন — নূর-ই-মহিমতি!
হে রহমান! হে রহিম! হে মালিক-ই-দিন!
তোর নামেতে মিশুক দুনিয়া জাহান!
-------------------------------------------------------
২৯-১০-২০২৫
No comments:
Post a Comment