এতিমের হক
এতিমের হক রে, হক রে, হক রে!
আল্লাহর আদেশ রাখ রে, রাখ রে!
ভালোবাসা দে ভাই, মায়া দে মন,
এতিমের হক রে, আল্লাহর ধন!
ভালোবাসা দে ভাই, করো না অন্ধ,
এতিমের চোখে রহমতের ছন্দ।
সূরা নিসায় আল্লাহ বলেন —
“তাদের হক নিও না, ফেরেন।”
যে খায় তাদের সম্পদ রে,
তার পেটে জাহান্নাম জ্বলে রে।
এতিমের হক রে, হক রে, হক রে!
রেহমতের সাগর ডাক রে, ডাক রে!
রাসূল বলেছিলেন কোমল বাণী —
“আমি আর এতিম, জান্নাতে জানি।”
দুই আঙুলে দেখিয়ে বলি,
ভালোবাসা দে, না কর তালি!
যে রাখে ছায়া, আশ্রয় দেয়,
আল্লাহ তার রহমত ছুঁইয়ে দেয়।
এতিমের হক রে, হক রে, হক রে!
রহমতের ছায়া ঢাক রে, ঢাক রে!
যে তাড়ায় এতিম, নামাজ বৃথা,
সূরা আল-মাউনে আছে কথা।
নামাজে প্রাণ নাই, নেই তো মন,
যদি না থাকে মমতার ধ্বনন।
হে মুমিন ভাই, কর দয়া,
তবেই পাবি নূরের ছায়া।
এতিমের হক রে, হক রে, হক রে!
আল্লাহর পথে হাঁট রে, হাঁট রে!
মাথায় রাখ হাত, হাসাও ওদের,
ফেরেশতা কাঁদে দুঃখের ঘোরে।
রাসূল বলেছিলেন — "যে হাসায় ওদের,
তার মুখে ফুটে জান্নাত ঘোরে।"
দুনিয়ার সুখে সে হারায় না,
আখিরাতে পায় জান্নাতখানা।
এতিমের হক রে, হক রে, হক রে!
রেহমতের বৃষ্টি ঝর রে, ঝর রে!
হে সমাজ! হে মুসলমান,
রাখিস তাদের সম্মান।
খাইও না হক, নিও না ধন,
তাদের হাসি হোক তোর জীবন।
আল্লাহর প্রেমে দে তুই দান,
তবেই খুলবে জান্নাত-দ্বার প্রাণ।
এতিমের হক রে, হক রে, হক রে!
রেহমতের ছায়া ঢাক রে, ঢাক রে!
আল্লাহর আদেশ রাখ রে, রাখ রে!
এতিমের হক রে, আল্লাহর ধন!
-----------------------------------------------
No comments:
Post a Comment