বিদ্রোহী কলম
বিদ্রোহী কলম, তুই আজ রণশিঙা বাজা,
অন্ধকার ভেদ করে আগুনের ভাষা সাজা।
লুটেরার রাজত্বে তুই আগুন ফেল,
অবিচার, দাসত্ব, নিপীড়ন, সব পুড়িয়ে গেল।
তাতী, জেলে, কামার, কুমার, কৃষাণ,
তুই তাদের কণ্ঠে দে বিদ্রোহের গান।
ধনী দরিদ্র, উচু নীচু, এক পথে আন,
ধর্ম বর্ণ ভুলে তুই মানবের বান।
ক্ষমতার লেলিহান ত্রাস ভাঙ তুই,
দুর্বল হৃদয়ে আগুন ঢাল, জ্বাল তুই।
যে কবি নীরব, সে আজ অপরাধী,
নীরবতা আজ অমানবিক সাধী।
অধিকার লুণ্ঠিত, তবু তুই চুপ কেন?
নিপীড়ন দেখেও তোর কলম কেন নীরব?
লাল রক্তে ডুবিয়ে তুই লিখ অগ্নি শপথ,
"শোষকের কফিনে দিব শেষ আঘাত।"
মিথ্যা মুখোশ ছিঁড়ে দে বিদ্রোহী শ্লোগান,
মানবতার নামে জ্বাল সত্যের আগুন।
নিরপরাধের কান্নায় তুই লিখ প্রতিশোধ,
ভয়হীন ছন্দে তুল নব বিদ্রোহ।
শাসকের প্রাসাদে আগুন লাগা শব্দ হোক,
অমানবের বুকে ন্যায়বাণী দগ্ধ হোক।
দুর্বলকে শক্তি দে, দুর্জনকে ভয়,
তোর কলমে জ্বালো ন্যায়বিচারের রায়।
রক্তে লেখা তোর প্রতিটি শব্দ আগুন,
তুই কাঁপাস সভ্যতা, তুই বিদ্রোহের ধ্বনি।
মাতৃকার মুখে তুই বজ্রের হাসি,
অন্যায়ের বিরুদ্ধে চির অনলবাসী।
----------------------------------------------------
No comments:
Post a Comment