Monday, October 20, 2025

সুরেলা ডাক

 সুরেলা ডাক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************

মদিনার বাতাসে নেমে আসে হায়,
প্রথম কণ্ঠে নূর ছড়ায় আল্লাহর রোশনী রায় —
সারা হেরেম খুলে যায়, আকাশে ফজিলত ভাসে,
সে যে আমার আযানের সুরেলা ডাকসুরেলা ডাক।।

হজরত বিলাল রা হাতে মুকরাত,
পাহাড়-ভূমির প্রতিধ্বনি বয়ে যায় নদী, বন-সাথ,
রাত-দিবস মিশে যায় ইমানের ঢেউয়ে,
সে যে আমার আযানের সুরেলা ডাকসুরেলা ডাক।।

আসমানে জ্যোতি নেমে ছায়া দিতে,
পূর্ণিমার চাঁদ মুকাদ্দস সাজাতে চায়,
মহল্লার মানুষ শুনে হৃদয়ে ইকবাল জাগে,
সে যে আমার আযানের সুরেলা ডাকসুরেলা ডাক।।

আল্লাহু আকবার, প্রতিটি হৃদয় কাঁপে,
নামাজের আহ্বান হুদার আলো জ্বলে,
শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, সমগ্র দুনিয়ায় ভাসে,
সে যে আমার আযানের সুরেলা ডাকসুরেলা ডাক।।

মোনাজাতের ছন্দে গড়ে উঠে ফালাহ,
মদিনার ময়দানে প্রথম আযানের আলোকিত রাহ,
নবীদের নূরায়িত পথ ধরে
সে যে আমার আযানের সুরেলা ডাকসুরেলা ডাক।।

হজরত রাসুলুল্লাহ সোঃ) নির্দেশিত সুরে,
প্রথম আযান হৃদয়ে জ্বালায় নূরানী লহরি,
প্রত্যেক নাবিক, মুসাফির, যুবক ও বৃদ্ধের মনে বাজে
সে যে আমার আযানের সুরেলা ডাকসুরেলা ডাক।।

মাশাআল্লাহ, প্রতিটি পদে আলোর খেলা,
পাহাড়, নদী, বৃক্ষ—সব মিলিয়ে ওঠে ইহসানের মেলা,
যখন বিলালের কণ্ঠ ছড়ায় আল্লাহু আকবার
সে যে আমার আযানের সুরেলা ডাকসুরেলা ডাক।।

-----------------------------------------------------------

No comments:

Post a Comment