মিথ্যার অভিশাপ
হে ভাই, হে বোন, শুনো আল্লাহর কথা,
সত্য ছাড়া যে পথ নেই, সে ভুল পথে যাতা।
মিথ্যা বলো না কখনো, শয়তান হয় সঙ্গী,
হৃদয় ভরে যায় ধোঁয়ায়, অশ্রু ঝরে চোখে অবিরাম।
নবী বলেছেন সরাসরি, মিথ্যা নরকের দাওয়াত,
সত্যের আলো না মানিলে, ধ্বংস আসে ঘরে ঘরে।
যে সমাজে মিথ্যা ছড়ায়, বিশ্বাস ভাঙে সেখান,
ভালোবাসা কাঁপে ভয় থেকে, বন্ধুত্ব হয় ধূসর ধ্বংসান।
চোর, দুর্নীতি, প্রতারণা, সব মিথ্যারই ফল,
আল্লাহর দৃষ্টি ক্ষীণ হয়, শাস্তি আসে ভয়ঙ্করোল।
হে মানুষ, সতর্ক হও, আজই ফিরো পথে সত্যের,
মিথ্যার শেকল ছিঁড়ে ফেলা, আল্লাহর দয়ায় ভরে।
সত্যের আলোয় মন আলোকিত হোক, প্রাণ ভরে উঠুক,
মিথ্যার কুসমাচার দূরে থাক, শান্তি আমাদের সঙ্গে থাকুক।
যে মুখে সত্য নেই, সে হৃদয় শুকায়,
যে পদে মিথ্যা লেগে থাকে, ধ্বংস সেখানে ঘুমায়।
আল্লাহ দেখেন সব, কখনো কিছু লুকানো যায় না,
মিথ্যা বাঁচায় না কাউকে, তার ফল হবে যন্ত্রণা।
হে ভাই, হে বোন, সত্যের পথে থাকো তুমি,
মিথ্যার অভিশাপ থেকে মুক্তি পাক, আল্লাহর দয়া তোমায় ভর।
সত্যের সুরে গাও এই গান, হৃদয় ভরে উঠুক,
মিথ্যার আঁধার চিরতরে দূরে থাক, আলো আল্লাহর ছড়াক।
-----------------------------------------------------------------
No comments:
Post a Comment