Wednesday, October 15, 2025

তুমি এখন উগ্র নেতা

 

তুমি এখন উগ্র নেতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

আমি গর্জে উঠি আজ —
হে জালিম নেতা! হে ফিতনার বাদশাহ!
তুমি আজ আগুনের সিংহাসনে বসে
মানুষের ইজ্জত লুটে করছো হাসাহাসি!

তুমি বলো— এ দুনিয়া তোমার!
তুমি বলো— ইখতিয়ার তোমার হাতে!
না! আমি বলি,
আল্লাহর জমিনে কারো মালিকানা নাই—
এ জমিন, এ আসমান, এ বাতাস—
জনতার, মজলুমের, বাশারের!

তুমি এখন উগ্র নেতা —
তোমার চাহনি ফনির বিষে ভরা,
তোমার হাতে রক্তে রঞ্জিত পদচিহ্ন।
তুমি যুবকের স্বপ্ন কেটে ফেলো লোহা দিয়ে,
তুমি শিক্ষিতের মুখ বন্ধ করো দাপটে,
তুমি চাঁদাবাজ, দখলবাজ,
তুমি মানবতার ঘাতক — নামধারী রাজা!

আমি বলি— হে ফিরাউন! থামো!
তোমার সিংহাসন ভাঙবে,
তোমার তাজ পড়বে মাটিতে ধূলায়!
তোমার অহংকার ছিঁড়ে ফেলবে আজাদ তরুণ,
তোমার রাজ্যে বাজবে এক সুর — ইঙ্কিলাব!

ইঙ্কিলাব! ইঙ্কিলাব!
উঠো, হে দুনিয়ার মজলুম,
উঠো, হে বন্দি বাশার!
ছিঁড়ে ফেলো শিকল, ভাঙো তসবিহের মতো দাসত্ব!
মানুষের হায়াত মুক্ত হোক,
মানবতার নামে উঠুক নূরানী ঝড়!

আমি দেখেছি — তোমার শাসনের নামে
জ্বলছে মা’র চোখ, পুড়ছে সন্তানের বুক,
আমি শুনেছি— ইমামের আজানেও ভয় ঢেলে দাও,
তুমি রক্তে লিখো আইন!
তুমি আল্লাহর নামে অন্যায়ের দলিল বানাও!

হে উগ্র নেতা! হে ক্ষমতার দানব!
তুমি জানো না — ইতিহাস কারও দাস নয়।
কাল তোমার নাম লেখা হবে কলঙ্কে,
যেমন লেখা ছিল ইয়াজিদের পাশে,
যেমন ঘৃণায় উচ্চারিত হয় নরকের ফিতনা!

আমি বলি—
তুমি যতই আগুন জ্বালাও,
আমরা হবো বৃষ্টির মতো ন্যায়পথে ঝরো,
তোমার দাপটে নয়— আমরা বিশ্বাসে শক্ত!
তুমি যদি গর্জাও, আমরা হবো বজ্রের উত্তর—
আমরা মানবতার সৈনিক, নবীর উম্মত,
ন্যায়ের পক্ষে অগ্নিদীপ্ত আজাদ!

আমি বিদ্রোহী!
আমি দুনিয়ার মজলুমের কণ্ঠ,
আমি রক্তের আগুনে লিখি ন্যায়—
আমি চিৎকার করে বলি:
তুমি এখন উগ্র নেতা —
কিন্তু কাল তুমি ইতিহাসের লাঞ্ছিত নাম!

ইঙ্কিলাব! ইঙ্কিলাব!
হে জালিম! তোর রাজসিংহাসন জ্বলে যাক আগুনে,
মানবতার জয়ধ্বনি উঠুক আকাশে!
তুই হারবি—
কারণ সত্যের সামনে মিথ্যা কোনোদিন টেকে না!

--------------------------------------------------------

No comments:

Post a Comment