শিক্ষক ও সাংবাদিক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
জীবন বৃত্তান্ত
---------------------------
নাম: মোহাম্মদ মনজুরুল হক গাজী
পিতা: মরহুম মিয়া হোসেন
মাতা: মরহুমা জুবেদা খাতুন
গ্রাম: ডুমদিয়া (উত্তর পাড়া)
ডাকঘর: ডুমদিয়া
ইউনিয়ন: টোক
উপজেলা: কাপাসিয়া
জেলা: গাজীপুর, ঢাকা
শিক্ষা জীবনের ধারা:
-------------------------------
প্রাথমিক: উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক: টোক রণেন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৮২-১৯৮৫)
উচ্চ মাধ্যমিক: সালনা নাসির উদ্দীন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, গাজীপুর সদর (১৯৮৬-৮৭)
এসএসসি: ১৯৮৮
কলেজ: শরীফ মোমতাজ উদ্দীন আহমেদ ডিগ্রি কলেজ, কাপাসিয়া (এইচএসসি - ১৯৯০)
বিশ্ববিদ্যালয়:
বিএসএস (সম্মান/অনার্স), রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৯৩
এমএসএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৯৪
বিষয়: অর্থনীতি
পেশা:
----------------------------
শিক্ষকতা: সিনিয়র প্রভাষক (সহকারী অধ্যাপক আবেদিত), শামসুল হক মহিলা ফাযিল (ডিগ্রি) মাদরাসা, গফরগাঁও, ময়মনসিংহ
সাংবাদিকতা:
----------------------------
গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ
রিপোর্টার ও জেলা প্রতিনিধি, মাসিক ম্যাগাজিন শিক্ষাতথ্য ও shiksha totthow.com
পারিবারিক জীবন:
--------------------------------
৭ ভাই, ১ বোনের মধ্যে সর্বকনিষ্ঠ
১ ভাই পরপারে, ৬ ভাইয়ের মধ্যে ৫ জন গ্র্যাজুয়েট
স্ত্রী: গ্রাজুয়েশন শেষ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
সন্তান: ৩ জন (বড় মেয়ে: ষষ্ঠ শ্রেণি, মেজো ছেলে: চতুর্থ শ্রেণি, ছোট ছেলে: প্রথম শ্রেণি)
ঠিকানা:
অফিস: ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি, জামে মসজিদ কমপ্লেক্স, টোক, কাপাসিয়া, গাজীপুর
হাউজ: ১০৮/এ, হাবিবুল্লাহ সরণি, গাজীপুর সিটি করপোরেশন রোড, জয়দেবপুর, গাজীপুর -১৭০০
যোগাযোগ:
মোবাইল: ০১৭১৮৫৭৩২২২
ইমেইল: mmhgazi1972@gmail.com
রক্তের গ্রুপ: B+
মন্তব্য:
শিক্ষার মৌলিক তিনটি উদ্দেশ্য:
চিন্তা-চেতনার বিকাশ ঘটানো
********************************************************************
শিক্ষক ও সাংবাদিক
-----------------------------------------
কে তিনি— শ্রেণিকক্ষে বসে মননে দীপ জ্বালান,
কবে মোরে কলমে জ্ঞান-বীণার আলো ছড়ান?
শিক্ষার জগতের অন্ধকারে আলো ছড়িয়ে দেন,
ছোটদের চোখে জাগান আশা, মননে সত্যের প্রেরণা।
সেই তিনি— কলম হাতে, সংবাদপত্রে সত্য প্রকাশ করেন,
অন্যায়ের দানব ভেঙে, নিপীড়িতের কণ্ঠ শোনান।
শব্দে শব্দে যেন বাজে মুক্তির ধ্বনি,
সত্যের দীপ জ্বলে, অন্ধকার দূর হয় ধীরে ধীরে।
শিশুর কৌতূহল যেন চন্দ্রবদনের দীপ,
অর্থনীতি, ইতিহাস, জীবন-মূল্য সব শেখান তিনি।
মনঃ-কমলেতে বসান জ্ঞান-বীজ,
ভাবের অরণ্যে ফোটায় আশা, সততার কুসুম।
তিনি বলেন— “জ্ঞান শুধু পড়ার নয়, মননে রাখতে হয়,
সত্য, ন্যায়, মানবতা—এই পথে চলতে হবে।”
শিশুরা শুনে, বোঝে, চিত্তে বাজে সুর,
জ্ঞান ও সততার দীপ জ্বলে, জীবন হয়ে যায় পূর্ণ।
শিক্ষক ও সাংবাদিক, দুটি পরিচয় তাঁর মহিমা,
কলমে ঝরে আলোর ধারা, পাঠ্যপুস্তকে জ্বলে প্রজ্ঞা।
শব্দে শব্দে যেন বাজে নন্দনের সুর,
নন্দন-কানন থেকে আসে মানুষের মন জাগানো রূপ।
পত্রিকার পাতায় তিনি তুলে ধরেন দুঃখ-সুখের কথা,
অন্যায়, শোষণ, দাসত্ব সব ভেঙে দেন সত্যের তরঙ্গে।
মানুষের হৃদয়ে বাজে আশা, ভর করে শক্তি,
সত্য ও ন্যায়ের দীপ জ্বলে, অমলিন, চিরন্তন।
শ্রেণিকক্ষে তাঁর পদচারণা বজ্রঝড়ের সদৃশ,
শিশুরা দেখেন, শিখেন, বোঝেন প্রজ্ঞার আলো।
কলমের শাখায় ঝরে সততা, খাতার পাতায় জ্বলে ন্যায়,
জীবনের অরণ্যে উজ্জ্বল হয় শিক্ষার দীপ।
তিনি চলেন দিনে-রাতে, ক্লাসে বা প্রতিবেদনে,
সত্যের দীপ জ্বালান, অন্ধকার ভেঙে আলো ছড়ান।
শিক্ষার্থীর চোখে উজ্জ্বল হয় প্রজ্ঞা,
জনগণের হৃদয়ে জ্বলে ন্যায় ও মানবতার দীপ চিরকাল।
তিনি হাসিমুখে বলেন— “সত্যই জীবনের অমলিন পথ,
মননে আস্থা, চিত্তে ন্যায়, হৃদয়ে মানবতা রাখতে হবে।”
শিশুরা শুনে, বোঝে, পথ চলা শিখে,
জ্ঞান ও সততার দীপ জ্বলে, জীবনের আলো হয়ে যায়।
শিক্ষক ও সাংবাদিক, জীবনের দুই মহিমা পরিচয়,
কলম, খাতা, সংবাদ, পাঠ্যপুস্তক— সব দিয়ে দীপ জ্বালান।
তিনি পথ দেখান, আশা জাগান, মানুষের মন উজ্জ্বল করেন,
মানবতার দীপ জ্বলে, জ্ঞান ও ন্যায়ের পথে চিরন্তন।
------------------------------------------------
২৮-১০-২০২৫
No comments:
Post a Comment