এসো হে এসো হে বন্ধন তলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************
হে বন্ধু! এসো, এসো হে বন্ধন তলে,
রাওনাট, কাপাসিয়ার পথ ঘেরা ঘরে,
দুঃস্থের হাসি, শিশুর অশ্রু, অসহায়ের আহ্বান—
নিত্য নিত্য ভরে ওঠে হৃদয়ের কণ্ঠে।
হে দুঃস্থ অসহায় বন্ধু, নিঃস্ব বাসিন্দা,
এই ধানের মাঠে, এই নদী-উপনদীতে,
আমরা তব জন্য আঁকি নতুন সকাল,
শিক্ষার আলো, স্বাস্থ্যসেবার দীপ জ্বালি,
যেন হারানো জীবনে ফিরে আসে আশা।
হে দুর্গম গ্রাম, খোলো খোলো দ্বার,
শস্য-শ্যামা বসুমতী, ফুলে-ফলে অঞ্জলি,
আমরা নিয়ে এসেছি মানবিক সেবা,
বাসস্থান নির্মাণ করি, স্বাস্থ্য দেয়ার অর্ঘ্য,
দুঃখের কুয়াশা ছড়িয়ে যাক না আর।
হে পবিত্র! শিশুদের চোখে ফুটুক জ্ঞানতারা,
হাসি ছড়াক বৃদ্ধের ঘরে,
শ্রদ্ধা আর স্নেহের হাত ছুঁয়ে যাক অন্তর,
আমরা ছুঁই তোমার অনন্ত করুণার স্রোত।
হে সুন্দর পৃথিবী! আজও অম্লান,
তব অঙ্গণে আমরা গড়ে তুলি নতুন স্বপ্ন,
নবজীবনের উচ্ছ্বাসে ভরে ওঠে পথ,
কাপাসিয়ার নদী, রাওনাটের মাঠ—
সমাজের অসহায়দের পাশে আমরা অটল।
হে মহান বন্ধু! হে চির সেবক!
তব কল্লোলের মাঝে বাজে আমাদের গান,
দুঃস্থ অসহায় বন্ধন তলে মিলিত হৃদয়,
যে সেবা করে, সে জীবন জাগায়,
শুধু স্বপ্ন নয়—নিখাদ বাস্তবতায় রূপ নেয় মানবতার জয়।
---------------------------------------------------------
৩০-১০-২০২৫
No comments:
Post a Comment