আসন্ন দিনের আলো
------------------------------------
পরিচিতি:
-----------------------------
নাম: ফারজানা ঝুমি
পিতা: আবদুল বাতেন
মাতা: ফরিদা ইয়াছমিন
গ্রাম: রাউৎকোনা
শিক্ষাগত যোগ্যতা:
প্রাথমিক: রাউৎকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
এস.এস.সি: কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (২০০২)
এইচ.এস.সি: কাপাসিয়া ডিগ্রি কলেজ (২০০৪)
বি.এ. (অনার্স) ও এম.এ.: ঢাকা বিশ্ববিদ্যালয়
এমফিল: ঢাকা বিশ্ববিদ্যালয় (অধ্যয়নরত)
পেশা: অফিসার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
রক্তের গ্রুপ: এ বি (+)
বৈবাহিক অবস্থা: বিবাহিত
অ্যাকাডেমিক ও সামাজিক কর্মকাণ্ড:
এক্স-সিইউও: ঢাকা ইউনিভার্সিটি, বিএনসিসি নেভাল উইং
আজীবন সদস্য: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন
আজীবন সদস্য: লাইব্রেরী অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ল্যাব)
এক্স-ছাত্রী বিষয়ক সম্পাদক: স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ কাপাসিয়া, ঢাকা (সোয়াক)
**************************************************************
আসন্ন দিনের আলো
------------------------------------------
ফারজানা ঝুমি দেখছে দেশের আলো,
সংগঠন আর নেতৃত্বে জ্বলে আশা-সদৃশ আলো।
শিক্ষিত মনে বোনা স্বপ্নের জাল,
স্মার্ট চিন্তায় ভরে নব প্রজন্মের পাল।
রোমান্টিক হৃদয় প্রেমে, দেশকে নিবেদন করে,
সাহিত্যিক ছন্দে দেশভক্তির গান বেজে ওঠে।
প্রকৃতি প্রেমিক চোখে নদী, পাহাড়, সবুজ বন,
বিজ্ঞানী মনের আলো ছড়ায় সভ্যতার দিকন।
ফারজানা ঝুমি দেশপ্রেমে মেলে হাত,
সংগঠন, নেতৃত্ব, জ্ঞান ও শক্তির বাতায়ন খুলে স্রষ্টার সাথে।
আসন্ন দিনের আলো তারে করে আলোকিত,
নতুন প্রজন্মের জন্য আশা ও প্রেরণায় উদ্দীপ্ত।
দেশের উজ্জ্বল ভবিষ্যতের পথে সে চলেছে,
চেতনা আর প্রজ্ঞার আলোকে আলিঙ্গন করেছে।
সবুজ ভূমি, নদী-আকাশ তার চোখে জ্বলে,
ফারজানা ঝুমি দেশের জন্য আনে নতুন আলো খেলে।
-----------------------------------------
২৭-১০-২০২৫
No comments:
Post a Comment