উঠ রে আজান শুনে (গজল)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
ও মন নামাজের তরে উঠ রে আজান শুনে,
তুই প্রভুর দরবারে নত কর মস্তক ভবে গুণে।
তোর পাপের ভার, অন্ধকার পার হোক আলোর দিনে,
ও মন নামাজের তরে উঠ রে আজান শুনে।
তুই কুরআনের বাণী শুন, হৃদয়ে কর স্থান,
তোর রব ডাকে, ফিরিয়ে নে তুই পথেরই সম্মান।
সেজদাহেতে খুঁজ্ শান্তি রে, হার মানিস না হীনেমনে,
ও মন নামাজের তরে উঠ রে আজান শুনে।
তুই দে যাকাত, তোর ভাইয়ের মুখে দে খুশির হাসি,
যার ঘরে আলো নাই, তারে দে ঈমানের বাতাসি।
তোর মায়ার ঘুম ভাঙ রে আজ, তওবা কর নির্ভয়ে প্রণে,
ও মন নামাজের তরে উঠ রে আজান শুনে।
ও মন ঈমানের আলো জ্বাল রে, ভাস ঈমানের স্রোতে,
মসজিদের মিনারে বাজে তকবিরেরই নোটে।
তুই প্রভুর প্রেমে মিলিয়ে যা রে, সব কষ্ট ভুলে মনে,
ও মন নামাজের তরে উঠ রে আজান শুনে।।
--------------------------------------------------------------
No comments:
Post a Comment