রহমতের বিয়ে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************
বিসমিল্লাহ, শুরু করি আজ,
দুই হৃদয় মিলল, আল্লাহর ফযলতাজ।
মহব্বত-এ-হক, বন্ধন-এ-ইমান,
শান্তি ভরে গেছে প্রাণের জান।
ইক্ববাল-এ-মহব্বত, রহমতের বাতিশা,
সাথী-এ-জান, আল্লাহর দোয়ায় রাশা।
সুনন-এ-রাসূল, পথ অনুসরণ করি,
মুহাব্বত-ও-সদকা, দোয়া থাক আল্লাহর ধরি।
শাদী-এ-সাকা, মিলন-এ-ইকবাল,
ধৈর্য ও সাবর, মিলায় জীবন-সালাল।
নবীর ফাহমে, ফখর-এ-আহল,
প্রেম ভরে যাক দুনিয়া ও আখিরাতের কল।
ইক্ববাল-এ-মহব্বত, রহমতের বাতিশা,
সাথী-এ-জান, আল্লাহর দোয়ায় রাশা।
সুনন-এ-রাসূল, পথ অনুসরণ করি,
মুহাব্বত-ও-সদকা, দোয়া থাক আল্লাহর ধরি।
ফারিশতা-এ-রাহমত, নূর-এ-আল্লাহ,
বিবাহের বন্ধনে শান্তির দোয়া।
হৃদয়-এ-মহব্বত, মন-এ-ইমান,
যুগে যুগে বাঁচুক রহমতের আলাপন।
----------------------------------------
No comments:
Post a Comment