আলোর কণ্ঠধ্বনি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**************************************
রাওনাট পঞ্চাত বাড়ির আঙিনায় জন্ম তার,
মোঃ মহসীনুল ইসলাম—জ্ঞান ও ন্যায়ের অদম্য বার।
পিতা মোঃ ওসমানগনী সরকারের ছায়ায় বেড়ে ওঠা,
সত্যের প্রদীপ হাতে রাখেন পথের দিশারী আশা।
দাখিল ১৯৮৯, আলিম ১৯৯১,
অগ্নিশিখায় দগ্ধ হলো মন, জ্বলে উঠল অন্তর-প্রাণ।
আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিস (সম্মান) ১৯৯৪,
এম.এ. আল-কুরআন ১৯৯৫—দার্শনিক অন্তর্দৃষ্টি অক্ষয়, অপ্রাণ।
ইসলামী বিশ্ব বিদ্যালয়, কুষ্টিয়া—জ্ঞানের ময়দান,
ধর্ম, ন্যায় ও মুক্তির তৃষ্ণায় ভরে ওঠে প্রতিটি প্রাণ।
চরসিন্দর ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক হয়ে,
শিখান বিদ্রোহী আলোর পথে চলার অমলিন গীতি বয়ে।
ওয়াজে ওঠে তাঁর কণ্ঠে কোকিলার বিদ্রোহী সুর,
অন্ধকার ভাঙে, জাগে ন্যায়ের অমর নূর।
সত্যের মশাল হাতে বাঁধেন চিরন্তন নকশা,
মানবতার জন্য—আলোর কণ্ঠধ্বনি, দাওয়াহর অমৃত মমশাসা।
আঁধার জীবনের উজ্জ্বল প্রদীপ হয়ে,
শান্তির পথে মুক্তির ডাক ছড়িয়ে দেন যে মনে।
তার নূরের আলোয় দূর হয় অজানার আঁধার,
হৃদয় ভরে ওঠে ঈমানের অমর আলো চিরন্তনকার।
মানবতা জাগুক, অন্যায় পতন হোক,
মুক্তি ও ন্যায়ের শিখা জ্বলে উঠুক প্রতিটি চোখ।
মহসীনুল ইসলাম—চিন্তাবিদ, দার্শনিক, বিপ্লবী,
তার কণ্ঠে বেজে ওঠে আলোর অনন্ত প্রতিধ্বনি, তীব্রচঞ্চলী।
রাওনাট গ্রামের কৃতি সন্তান!
প্রতিটি আঁধার ক্ষণে জগে উঠ নূরের আলোয়।
প্রজ্ঞান জাগুক, অন্ধকারের গহ্বর ভেঙে,
সত্য ও ন্যায়ের রোষে জ্বলুক প্রত্যেক পাথর ঘেঁষে।
বিদ্রোহী বাতাসে নিক্ষিপ্ত হোক নির্যাতনের সঙ্গী,
মুক্তির দিশা হোক প্রতিটি হৃদয়ের অন্তঃস্থল অঙ্গী।
সত্যের পথে চলুক সাহসী পায়ের দোলা,
নির্যাতনের অন্ধকারে জ্বলে উঠুক মুক্তির আলো।
অপরাজেয় শক্তি হয়ে দাউ দাউ জ্বলে মন,
অন্যায়ের অন্ধকারে না হারায় কখনো জন।
প্রতিটি নিঃশ্বাসে জাগুক বিদ্রোহী সুর,
হক ও ন্যায়ের পথে দাওয়াহর আলো ছড়াক দূর।
------------------------------------------------------------