Wednesday, September 10, 2025

কল্যাণের ডাক

 কল্যাণের ডাক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
ওহে শুনো, নবীন প্রজন্মের দীপ্তি,
রাওনাটে জন্মেছে মানবতার উজ্জ্বল ক্ষিপ্তি।
ইঞ্জিঃ ফজলুল কবির মোল্লা তার নাম,
পিতা আহম্মদ হোসেন মোল্লা, গুণে ভরা এক গৌরব।

সদা জাগ্রত, বিপ্লবী মন তার অমলিন,
সত্য ও ন্যায়ের পথে সে অটল, চিরন্তন নীলিন।
মানবিক কল্যাণে তার হৃদয় জ্বলে দীপ,
অশুভ শক্তি দমাতে পারে না তাকে কোনো নিপ।

অকোভয়, মানবিক এক সৈনিক সে,
সাম্য, ঐক্য, সম্প্রীতি তার চিরন্তন ভেসে।
সামাজিক কল্যাণে তার চিত্ত উথরোল,
হিংসা, বিদ্বেষ চিরকাল তার চরম শত্রু নোল।

ধর্ম বর্ণ নির্বিশেষে সে ডাকে সকলকে,
মানবিক কল্যাণে মিলিত হোক প্রাণময় বাতাসে।
শোষিত, বঞ্চিত, লাঞ্চিত মানুষের জন্য সে জ্বেলে দীপ,
তার ডাক ছড়িয়ে যাক প্রান্তর প্রান্তরে, প্রানের খোরাক নিপ।

সে গড়তে চায় মানবিক এক সংঘ,
যেথায় থাকবে এক ঝাঁক মানবিক পাখীর ফড়িংক।
মিলিত কণ্ঠে উচ্চারণ হবে কল্যাণের ডাক,
প্রাণে প্রাণ মিশিয়ে গড়বে মানুষের অনন্ত বাস।

ওহে নবীন প্রজন্ম, শুনো তার অমলিন ডাক,
মানবতার পথে চলুক তোমাদের প্রতিটি পদচাপ।
রাওনাটের অহংকার, মানবিকতার দীপ্তি যেথায়,
সেখানে স্বপ্ন, প্রেরণা, প্রেম ও শান্তির ছায়া ছায়া।
--------------------------------------------

No comments:

Post a Comment