Thursday, September 18, 2025

এক নজরে মাওলানা আমান উল্লাহ সরকার

 এক নজরে মাওলানা আমান উল্লাহ সরকার

কলমেঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************************
ব্যক্তিগত পরিচয়
• নাম: মাওলানা মোহাম্মদ আমান উল্লাহ সরকার
• পিতা: আলহাজ্ব আঃ মান্নান সরকার
• মাতা: মোসাঃ ময়জম বিবি
• দাদা: আহম্মেদ পঞ্চায়েত
• দাদী: মোসাঃ আলচি বিবি
• জন্ম তারিখ: ০১ জানুয়ারি ১৯৭১ খ্রি.
• জন্মস্থান: রাওনাট, কাপাসিয়া, গাজীপুর
শিক্ষাজীবন ও প্রাথমিক কার্যক্রম
• সাবেক ছাত্র প্রতিনিধি, বেগুনহাটি ফাজিল মাদ্রাসা
• দাওয়াত তাবলীগে ১৯৮৮ সালে ৩ চিল্লা ও ১৯৯১ সালে এক চিল্লা সম্পন্ন
• সাবেক মুয়াল্লিম, বিশ্ব ইজতেমা, টঙ্গী, গাজীপুর
পেশাগত জীবন
• সহকারী অধ্যাপক (আরবি), বেগুনহাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, রাণীগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর
• সরকারীভাবে ইমাম প্রতিক্ষণ প্রাপ্ত।
ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব
• খতীব: রাওনাট পশ্চিমপাড়া নূরানীয়া জামে মসজিদ, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
• সভাপতি: ইসলামী পাঠাগার ও দাওয়াতুল হক,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

• পরিচালক: দারুল কোরআন দাওয়াতুল হক মাদ্রাসা, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্
• আমীর: খানকাহ আশরাফিয়া মহাম্মাদুল্লাহ হাফিজ্জী হুজুর (রাওনাট,কাপাসিয়া,গাজীপুর)
• আমীর: দাওয়াত তাবলীগ জামাত, দূর্গাপুর ইউনিয়ন
• আমীর: সন্মেলন বাস্তবায়ন কমিটি, রাওনাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ (১৯৯৮ হতে)
• আমীর: সীরাতুন্নবী (সাঃ) মাহফিল রাওনাট, ২০০৯ হতে
• প্রধান উপদেষ্টা: জামিয়া কারিমিয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানা, রাওনাট
• সভাপতি: তাহাফিযুল কোরআন ইসলামীক একাডেমি, বরুন পঞ্চায়েত বাড়ী মোড়

• সহ-সভাপতি: মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি, কাপাসিয়া
রাজনৈতিক ও সংগঠনিক দায়িত্ব
• সাবেক সভাপতি: ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (১৯৯৬–১৯৯৭), কাপাসিয়া
• সাবেক জয়েন্ট সেক্রেটারী: গাজীপুর ইশা আন্দোলন (জেলা)
• সাবেক সভাপতি: জাতীয় মাওলানা মাশায়েখ আইম্মা পরিষদ, কাপাসিয়া উপজেলা
• সাবেক সভাপতি: ইসলামী ঐক্যজোট (১৯৯৬), কাপাসিয়া
• সাবেক সহ-সভাপতি: জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ, গাজীপুর জেলা
আধ্যাত্মিক পরিচয়
• খলীফা: হযরত হাফিজ্জী হুজুর রাহ. এর অন্যতম খলীফা, শাইখুল হাদীস মাওলানা শেখ শিহাব উদ্দিন (রাহঃ), ২০১০ সাল
সংগ্রাম ও নির্যাতন
• ১৯৯৭ সালে কাপাসিয়া সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত
• ২০০৫ সালে মিথ্যা মামলায় হয়রানির শিকার, পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুল হক চৌধুরীর তদন্তে নির্দোষ প্রমাণিত
---------------------------------------------------------------------------------------------------------
মুক্তির ডাক
********************************
রাওনাট গ্রামের নূর, মুক্তির দিশারী,
দাওয়াহর ময়দানে আলোর অনন্ত মিনারী।
সকলের শ্রদ্ধেয় আলেমেদ্বীন,
ইসলামের খেদমতে চির অমলিন।

তিনি মোহাম্মদ আমান উল্লাহ সরকার,
দাওয়াহর পথে অটল, আস্থা পূর্ণ দ্বার।
পিতা আলহাজ্ব আঃ মান্নান প্রেরণার ছায়া,
মাতা মোসাঃ ময়জম বিবি দো’আয় আলো মেলল প্রার্থনা।

দাদা আহম্মেদ পঞ্চায়েত ন্যায়ের প্রতীক,
দাদী মোসাঃ আলচি বিবি করুণার সলীক।
তাঁদের উত্তরাধিকার পেলেন দীপ্ত প্রাণ,
আল্লাহর দাওয়াহয় যিনি রাখলেন মান।

মসজিদের খতীব, আরবির শিক্ষার দীপ,
কোরআনের বানী ছড়িয়ে দিচ্ছেন নীরব প্রণীপ।
মাদ্রাসা পরিচালনায় দাওয়াহর প্রেরণা,
দাওয়াতুল হক, নূরের তরঙ্গনা।

তাবলীগ জামাতে দিয়েছেন চিল্লা তিনটি,
ইস্তেমার ময়দানে উড়ালেন ধ্বজা শীর্ষ।
হাফিজ্জী হুজুরের খলীফা মহীয়ান,
শাইখ শিহাব উদ্দীনের সান্নিধ্যে পূর্ণ ইমান।

সাবেক সভাপতি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন,
ইসলামের পতাকা উড়ালেন বিশাল চেতন।
সাবেক জয়েন্ট সেক্রেটারী গাজীপুর ইশা আন্দোলন,
দাওয়াহর ময়দানে রেখেছেন অটল সনদ।

মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণে সহ-সভাপতি,
জামিয়া কারিমিয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানার প্রধান উপদেষ্টা।
তাহাফিযুল কোরআন ইসলামীক একাডেমির সভাপতি,
নূরের তরঙ্গ ছড়িয়ে দেন দিনরাত অনন্ত।

মিথ্যা অভিযোগ, সন্ত্রাসের আঘাত,
সব সহ্য করলেন ধৈর্য্য ও তাকওয়ার সাথে।
মুহাম্মদ (সা.) এর পথ ধরে চলা,
দাওয়াহ ইলাল্লাহ—চিরন্তন বেলা।

রাওনাট গ্রামের নূর, মুক্তির দিশারী,
মোহাম্মদ আমান উল্লাহ সরকার আলোর মিনারী।
সকলের শ্রদ্ধেয় আলেমেদ্বীন,
ইসলামের খেদমতে চির অমলিন।

মহান আল্লাহ নেক হায়াত দান করুন,
তাঁর জীবন দাওয়াহর আলোয় ভরুন।
আমীন, যাকাত, সালাত, দীন প্রচারে ব্যস্ত থাকুন,
সকল মুমিনের হৃদয়ে তাঁর নাম হোক উজ্জ্বল।
-----------------------------------------------------------------

No comments:

Post a Comment