Sunday, September 7, 2025

সন্ত্রাসীর রক্ত চক্ষু

 সন্ত্রাসীর রক্ত চক্ষু

কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------------------
রক্তের ঢেউয়ে আজ ভাসে বাংলার দিগন্ত,
ভয়াল চক্ষু দীপ্ত হয়ে জ্বালে অগ্নি-সন্ত।
পেশীশক্তির উল্লাসে কণ্ঠরোধী ধ্বনি,
অত্যাচারীর রক্তচক্ষু ছায়া ঘিরে গনি।

কূলহারা জাতি ভাসে দুঃসহ সাগর জ্বরে,
কালো বংশধর নাচে বিষাক্ত অহংকারে।
অলি গলিতে জ্বলে লাল গঙ্গার উত্তাল ধারা,
ন্যায় নিথর! কাণ্ডারী স্তব্ধ, স্বাধীনতা হারা।

বৈষম্যের পাহাড় গজায় পদে পদে দেশে,
ছলনার স্রোত বয়েছে রক্তিম নিশ্বাসে।
মীরজাফরের বিষধারা বয় রাষ্ট্র যন্ত্র ভরে,
অন্তরে অন্তরে প্রতিধ্বনি—বেইমানীর স্রোতে ঝরে।

সমাজে সমাজে দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি,
বর্বরতার পদচিহ্ন বাজে উগ্রতার গানী।
অন্ধকারে ছুটে চলে মাতৃভূমি মোর,
অধিকার আজ বন্দী, স্বার্থে লোভীর ঘোর।

সত্যের জ্যোতি নেভে, ভীরু জাতি নীরব,
রক্তচক্ষুর ত্রাসে ম্লান হয় স্বাধীনতার সব।
অসনি সংকেত বাজে আকাশে মেঘের মতো,
হে বীরের উত্তরসূরী, জাগো বজ্র-শপথে।

গর্জে ওঠো তরুণ সেনানী, বিদ্রোহী বজ্রকণ্ঠে,
ভাঙো শৃঙ্খল, ভাঙো ভয়, মুক্ত করো মন্ত্রে।
সন্ত্রাসীর রক্তচক্ষু চূর্ণ হবে আজ,
বাংলার আকাশ কাঁপুক বজ্র বিদ্রোহী সাজ!
--------------------------------------------------------

No comments:

Post a Comment