কাপাসিয়ার নতুন গর্ব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*********************************
কান্দানিয়ার মাটির বুক ফুঁড়ে উঠলো এক প্রদীপ,
ইদ্রিস আলীর সন্তান সে—অবিচল, অদম্য, অমিত দীপ!
সুপ্রিম কোর্টের অঙ্গনে তারই নাম আজ ধ্বনিত,
ন্যায়ের মন্দিরে বাজে সুর—ইকবাল শেখ অম্লান প্রণীত।
শোষিত বঞ্চিত জনতার, সংগ্রামের অগ্নিশিখা,
অভিজ্ঞতায়, নিষ্ঠায়, প্রজ্ঞায় ভরা তার ইতিহাসিকা।
আইনের প্রাঙ্গণে তিনি অটল অগ্নিবাণ,
অন্যায়ের পথে ছুঁড়ে দেন বজ্রের মতো আহ্বান।
১৭ মার্চের প্রজ্ঞাপন—গৌরবের বিজয়গাথা,
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে উঠলো তার মহাথা।
বললেন তিনি গর্বভরে—“ন্যায়ের তরে প্রাণ দেবো,
সত্যের মশাল হাতে নিয়ে শৃঙ্খল সব ভাঙবো।”
বাংলাদেশের প্রথম গৌরব ফকির শাহাবুদ্দিন,
তারই পথ ধরে আজ কাপাসিয়ার নতুন দিন।
গাজীপুরে আনন্দের ঢেউ, বাজে সাফল্যের শঙ্খ,
জনতার কণ্ঠে ধ্বনি ওঠে—“ন্যায়ের পথে অটল থাক।”
হে কবির প্রিয় বন্ধু, এডভোকেট ইকবাল শেখ,
তুমি ন্যায়ের বজ্রকণ্ঠ, আঁকো সাহসের পথরেখ।
তোমার দীপ্ত অঙ্গীকারে কাঁপুক অন্যায়ের দুর্গ,
কাপাসিয়ার নবগৌরব তুমি—বাংলার অনন্ত দ্যুতি অর্ঘ্য।
আমাদের প্রার্থনা—আল্লাহ দান করুন দীর্ঘায়ু,
ন্যায়ের পতাকা হাতে তুমি হও যুগের দিশারু।
তোমার আগুন-শিখা ছড়াক সর্বত্র অটল সত্য,
ইকবাল শেখ—কাপাসিয়ার নতুন গর্ব, ন্যায়ের অবিচল ব্যুৎপত্তি!
-------------------------------------------------------------
No comments:
Post a Comment