ক্ষুদে ফুটবল রাজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
রাওনাট পশ্চিম পাড়ার বামুনিয়ার কোলে,
জন্ম নিল ক্ষুদে রাজ আবু দাউদ ফুটবলের দোলে।
রাওনাট স্কুল মাঠেতে বেড়ে উঠল প্রাণ,
খেলা দেখে মাততো গ্রাম, আনন্দে শত জন।
ছোটখাটো খর্ব দেহ, তবু ছিলো সাহসী,
ড্রিবল করলে ছুটে যেত বজ্রগতি নিশ্বাসি।
প্রতিটি পাসে মুগ্ধ করতো, শট ছুটতো ঝরে,
প্রতিটি গোল উৎসব হতো শত জয়ের ঘরে।
তার খেলার গৌরবে মুখর হতো মাঠ,
ফুটবলের জয়গান গাইতো জনতার হাট।
কাপাসিয়া, দূর্গাপুর, তারাগঞ্জের মাটি,
গাজীপুর, পাবুরে ছড়াতো তার জ্বালামুখী গতি।
খেপ খেলায় দাপট তার তুলনা হতো না,
প্রতিপক্ষ কাবু করতো দুরন্ত দৃপ্ত শোনা।
তার হাতে ফুটবলের জন্ম হলো গ্রামে,
অসংখ্য খেলোয়াড় গড়লো তারই নামে।
রাওনাটের অহংকার, ফুটবলের রাজ,
কিংবদন্তি অগ্রপথিক, সবার প্রিয় আজ।
যুগে যুগে তার কীর্তি বেঁচে রবে গানে,
ক্ষুদে রাজ আবু দাউদ, সবার হৃদেমাঝে।
আমরা চাই প্রিয় খেলোয়াড় থাকুক চিরদিন,
সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু হোক তার জীবন চিন।
--------------------------------------------
No comments:
Post a Comment