Friday, September 12, 2025

প্রখ্যাত শ্রমিক নেতা

 প্রখ্যাত শ্রমিক নেতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
---------------------------------
দূর্গাপুর নাশেরার সবুজ মাঠে জন্ম নিয়েছিলেন এক মহান প্রাণ,
খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়ার কৃতি সন্তান।

ধানের ক্ষেতে ভোরের শিশির যেমন আনে উজ্জ্বল ভোর,
তেমনি শ্রমিকের মনে তিনি জাগাতেন আশার আলো ঘোর।

বিএডিসির খেটে খাওয়া জনতা পেয়েছিল তাঁর ভরসা,
বটগাছ হয়ে তিনি দিতেন আশ্রয়, মুছাতেন শ্রমিকের আশা।

অধিকারের দাবিতে তিনি দাঁড়াতেন বজ্রপ্রতিম দৃঢ়তায়,
অন্যায়ের আঁধার ভেঙে দিতেন রৌদ্রের আলোকছটায়।

স্বাধীনতার ডাকে তিনি ধরেছিলেন রক্তভেজা অস্ত্র,
বীর মুক্তিযোদ্ধা হয়ে জ্বলেছিলেন আকাশের উজ্জ্বল নক্ষত্র।

মানুষের আস্থায় তিনি হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান,
দরিদ্রের ঘরে সান্ত্বনার আলো জ্বালাতেন অক্লান্ত প্রাণ।

শোষকের বুক কাঁপত, কেঁপে উঠত অন্যায়ের দুর্গ,
মাঠভরা জনতা শুনত তাঁর অনলবর্ষী বাণী নির্ভীক।

শালিক যেমন গাইত গান, সকালের মিষ্টি হাওয়ায়,
তেমনি তিনি তুলতেন স্লোগান, জনতার মুক্তির চাওয়ায়।

চাঁদের মতো শান্ত মুখে ছড়াতেন আশার নূর,
ধানক্ষেতের বাতাসে বাজত তাঁর ত্যাগের মধুর সুর।

খন্দকার আজিজুর রহমান পেরা ছিলেন নির্ভীক, অকুতোভয় প্রাণ,
অন্যায়ের সামনে শির নত করতেন না, এ ছিল তাঁর মহান দান।

আজও তাঁর নাম ভেসে আসে নদীর জলে, মাঠের ডাকে,
শ্রমিক নেতা, মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান পেরা ইতিহাসে রয়ে যান।

আর বর্তমানে তিনি রয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক হয়ে,
সত্যের পতাকা হাতে দাঁড়ান আজও জনতার প্রান্তর বেয়ে।

------------------------------------------------

No comments:

Post a Comment