Monday, September 8, 2025

জন প্রিয় ভিপি-আইযূব ভাই

 জন প্রিয় ভিপি-আইযূব ভাই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

ওহে এ প্রজন্ম, শুনো আকাশ ছোঁয়া আলোয়,
জন প্রিয় ভিপি, সাহসী, উজ্জ্বল প্রাণালোয়।

কাপাসিয়া কলেজের মাঠে পদচারণায় ছিল গর্জন,
জনপ্রিয় ভিপি, নিরঙ্কার মূর্ত প্রতীক সব দহন।

মোঃ হাফিজুল হক চৌধুরী আইয়ূব, জন্ম মৈশন মিয়ার বাড়িতে,
১৯৭২ সালে জাগ্রত হয়েছিল সে, সূর্যের মত উজ্জ্বলিত।

নুরল ইসলাম চৌধুরীর পুত্র, অজুফা চৌধুরীর সন্তান,
ছোটবেলা প্রাথমিক মৈশন স্কুলে, আলোয় মিশেছিল প্রাণ।

ঈদগাহ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৮ সালের কাহিনি,
ছাত্ররাজনীতির অগ্নিপরীক্ষা, বলিষ্ঠ চেতনার গাথা।

ওহে এ প্রজন্ম, শুনো আকাশ ছোঁয়া আলোয়,
জন প্রিয় ভিপি, সাহসী, উজ্জ্বল প্রাণালোয়।

১৯৯১–৯২ সালে ভারপ্রাপ্ত জি এস, নেতৃত্বের প্রথম আভাস,
১৯৯৩–৯৬ পর্যন্ত ভিপি, সমতার বজ্র ডাক ছড়ায় সবার কাছে।

দুই বছর কারাভোগে শিখেছেন ধৈর্য, সহিষ্ণুতা, দৃঢ় দৃশ্য,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জনসেবায় অদম্য শক্তি বিশিষ্ট।

মৈশন হাই স্কুলে ওয়াজ, দোয়া, সামাজিক কাজে রেখেছেন ছাপ,
২৩ বছরে আশীর্বাদ ছড়িয়ে, ছায়ার মতো ধ্রুব ধোয়া রাখাপ্রাণে।

৬ হাজার মানুষের জানাযায় অংশগ্রহণ, ইতিহাসে লেখা স্বর্ণাক্ষরে,
মৈশন হাই স্কুলের সভাপতি দুইবার, জনতার প্রিয় নেতা যেন দেখা।

ওহে এ প্রজন্ম, শুনো আকাশ ছোঁয়া আলোয়,
জন প্রিয় ভিপি, সাহসী, উজ্জ্বল প্রাণালোয়।

বর্তমানে মৈশন সূর্য্য উদয় সংঘের সভাপতি, অদম্য শক্তির প্রতীক,
কাপাসিয়া আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজ ভান্ডারিয়ার নেতা, জনসেবার শিখ।

৯০ দশকের ফুটবলের মাঠে, ৮৫–৯৭ পর্যন্ত পরিশ্রমের ছন্দ,
ঢাকা দিলকুশা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, সাহসের উদাহরণ নিরন্তর বিন্দ।

প্রকৃতির উপমায় বলা যায়, সে নদীর মতো প্রবাহমান,
পাহাড়ের মতো দৃঢ়, বাতাসের মতো বেগবান।

জনপ্রিয় ভিপি, হাফিজুল হক চৌধুরী, ইতিহাসে অম্লান,
শ্রদ্ধা ও ভালোবাসা তার প্রতি, হৃদয়ে চিরকাল স্থাপন।
-------------------------------------------------------------------

No comments:

Post a Comment