Thursday, September 4, 2025

রাওনাট ফুটবল টিম

 রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
প্রসস্থ খেলার মাঠে তরুণ জোশের ঢেউ,
দিবা-রাত্রি জাগে, বন্ধুত্বের সোনালি গেউ।
ছোট-বড় মিলিয়ে বাঁধে চিরন্তন বন্ধন,
ফুটবল, ক্রিকেট, দৌড়—সবই যেন যুদ্ধে বন্ধন।

মাসুম, রফিকুল, কামাল, মামুন খোদেনেওয়াজ,
হারুন, শাহজাহান, নুরুল বাচ্ছু, কাশেম মাষ্টার মোবারক।
আনোয়ার, হেদায়েত, কবির, কাশেম, মস্তফা মোল্লা,
মস্তফা শেখ, সাইফুল, বাবুল, সরুজ, রতন—দূর দিগন্তে খেলা।

আবু সিদ্দিক ,নাজমুল মোল্লা, আমিনুল, সাদিক, লিটন, আঙুর,
আলমগীর কুম, গোলকিপার রফিকুল, আলী আজগর,
আজিজুল, মনির—প্রতিটি লাফে বাজে বিজয়ের বিল।
রেফারি মানিক চন্দ্র দাস, বাজির উদ্দিন,
আরো অনেকে নিয়মের আলোয় খেলে, জয়ের স্বপ্নে ভরপুর দিন।

ফুটবল যেন নদী, দৌড় যেন বায়ুর গান,
প্রতিটি খেলা জীবনের জয়ী শিক্ষা বান।
মাঠ ঘাটে, প্রান্তরে জেগে উঠে দুরন্ত টিম,
জয়ের অভিলাষে বাঁধে, বন্ধুত্বের অমলিন সীম।

মাঠে প্রতিটি পা, প্রতিটি ছোঁয়া—সাহসের আলো,
রাওনাট ফুটবল টিম, চিরন্তন বন্ধুত্বের স্বপ্ন ভলো।
দুরন্ত যুবকেরা জেগে উঠে, খেলায় চূড়ান্ত মনোযোগ,
জয়ের তরে লড়াই, বন্ধুত্বে মিলন—এটাই আমাদের উৎসব ও ভক্তি লোক।

দুরন্ত টিমের হাসি, খেলায় আনন্দের ঝরনা,
একসাথে জেগে উঠে, বন্ধুত্বের চিরন্তন ধারা।
জয়হীন নয় রাওনাট, খেলার প্রতিটি মুহূর্ত,
মাঠে বাজে সাফল্যের সুর, বন্ধুত্বের চিরন্তন তৃত।
--------------------------------------------------------


No comments:

Post a Comment