গবরে পদ্মফুল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
--------------------------------------------------------------------
রাওনাটের উজ্জ্বল মাঠে, বিদ্যার দীপ জ্বলে,
ছায়াপথে নেচে ওঠে মেঘের সুরে–বাতাসে।
মোঃ গোলাম মুস্তফা আকন্দ, আঃ লতিফ আকন্দের সন্তান,
সায়মন বেগমের মমতায় ভরা হৃদয় নীরব প্রান।
৩১শে আগস্ট ১৯৬৭, ভোরের রঙিন আলোয় জন্ম,
দরিদ্রতার আঁধারে ফুটে উঠল আশা, জ্ঞানের প্রদীপ।
দীর্ঘশ্রম, চোখের জল ও হিয়ারে লেখা-পড়ার গল্প,
স্বপ্ন শিক্ষক হওয়া, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার কল্প।
কৃষিকাজের মাঠে হেঁটে খোঁজে সুখের ছায়া,
প্রকৃতির ছোঁয়ায় শিখে স্নিগ্ধতার গোপন ভাষা।
কৃষি, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কাজে নিয়মিত তিনি,
সমাজের কল্যাণে দোয়া প্রার্থনায় ভরে রাখেন অন্তর।
তার অমল অর্জন ও সাফল্যের আলো –
ছয় বিষয়ে লেটার মার্কস সহ,
শিক্ষকের চোখে ঝরে আনন্দের জল,
জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে জ্যোতির্ময়ী আলো।
১৯৮২ সালে এসএসসি পরীক্ষায় পেলেন স্বর্ণালী ফলাফল,
এই রেজাল্টের জন্য আজও কালজয়ী,
অদম্য মেধা ও শ্রমের রেকর্ড, যুগের ইতিহাসে অমর।
বর্তমানে প্রখ্যাত রসায়নবিদ, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থায়,
দেশ ও জাতির অগ্রযাত্রায় মেধা, শ্রম ও মন দিয়ে রাখেন হাত।
গবরে পদ্মফুলের মতো উজ্জ্বল তার পথচলা,
দরিদ্রতার অন্ধকার পেরিয়ে জ্বলে অমল দীপ ঝলমলা।
শান্ত নদী, নীরব হাওয়া, চঞ্চল পাখির গান,
প্রকৃতির অলঙ্কারে মিলেছে তার নৈসর্গিক প্রাণ।
কৃষকদের জন্য নিবেদিত, শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য তার,
মানবিক কল্যাণে উজ্জ্বল হৃদয়, সকলের কাজে দোয়া প্রার্থী।
প্রথম বিভাগের গৌরব ও অদম্য রেকর্ডে তার নাম চিরন্তন,
জীবনের সংগ্রাম, মেধা ও ভালোবাসায় ফুটে ওঠে অমল দীপ।
হে রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতনের প্রজ্ঞাবান,
গবরে পদ্মফুলের মতো ফুটুক চিরন্তন দীপ,
মুক্তি, ন্যায় ও জ্ঞানের পথে ছড়াক অনন্ত স্নিগ্ধ ঝাপসা,
প্রকৃতির অলঙ্কার আর মানবতার সেতু মিলিয়ে থাকুক চিরকাল।
-----------------------------------------
No comments:
Post a Comment